অসতো মা শ্লোক

অডিও
কথা
- অসতো মা সদ্গময়
- তমসো মা জ্যোতির্গময়
- মৃত্যোর্মা অমৃতং গময়
- ওম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
অর্থ
আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোকে, মৃত্যু থেকে অমৃতে। এই অনিত্য মৃত্যুময় জগৎ থেকে আমাকে শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো।তোমার করুণার দীপ্তিতে আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক। আমাকে জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার করো এবং পুনর্জন্মের মূল যে কামনা বাসনা, তার বিনাশ ঘটাও।
ভিডিও
ব্যাখ্যা
| অসৎ | অ অর্থাৎ না, সৎ অর্থাৎ চিরন্তন, নিত্য। |
|---|---|
| অসতো | যা অনিত্য তার থেকে। |
| মা | আমাকে |
| সদগময় | আমাকে সত্যের দিকে যেতে দাও। গময় অর্থাৎ যেতে দাও, সৎ মানে সত্য অর্থাৎ চিরন্তনের দিকে। |
| তমসো | অন্ধকার থেকে। তমস মানে অন্ধকার। |
| জ্যোতির | আলো |
| মৃত্যোর্ | মৃত্যুর থেকে। মৃ অর্থ মারা যাওয়া বা হত্যা করা। |
| অমৃতং | যার মৃত্যু নেই। যা চিরন্তন, নিত্য। অ (না)- মৃতং- (মৃত্যু)। |
| শান্তিঃ শান্তিঃ শান্তিঃ | দেহের শান্তি। মনের শান্তি। আত্মারশান্তি। |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
কার্যক্রম
-
বিশদ পাঠ




















