গুরুপদরঞ্জন রাম
অডিও
ভজনের কথা
- গুরুপদরঞ্জন রাম জয় জয়,
- বন্ধ বিমোচন, রাজীব লোচন,
- অভয়করং ভুজ, রাম জয় জয়,
- জয় জয় রাম, জয় জয় রাম, সীতারাম।
ভজনের অর্থ
রাম যিনি আনন্দ দায়ী ,পদ্মলোচন, গুরুপদ বন্দনা করেন, তাঁর জয় হোক; যিনি সংসারের বন্ধন মুক্ত করেন ও অভয় দেন, সেই সীতাপতি রামচন্দ্রের জয় হোক।
ব্যাখ্যা
শব্দের অর্থ
গুরুপদরঞ্জন | গুরুর চরণ সেবা করে যিনি আনন্দ লাভ করেন, অর্থাৎ রামচন্দ্র। |
---|---|
বন্ধ বিমোচন | যিনি তাঁর ভক্তদের সংসারের বন্ধন হতে মুক্ত করে থাকেন। |
রাজীব লোচন | পদ্মের মতন চোখ ; |
অভয়করং ভুজ | অভয় হস্ত অর্থাৎ হাত তুলে ভক্তদের আশীর্বাদ করেন ,আশ্বাস দেন ও ভয়মুক্ত হতে বলেন। |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0