অষ্টোত্তর [১-৫৪]
ভিডিও
অডিও
কথা
- ওঁ শ্রীসত্য সাই বাবায় নমঃ।
আমাদের দিব্য মাতা এবং পিতা শ্রী সত্য সাই বাবাকে প্রণাম।
- ওঁ শ্রীসাই সত্যস্বরূপায় নমঃ।
সাইবাবা সত্যস্বরূপ।
- ওঁ শ্ৰীসাই সত্য ধর্ম পরায়ণায় নমঃ।
যিনি সত্য নীতিধর্ম পুনঃপ্রতিষ্ঠার কাজে অভিনিবিষ্ট হয়ে আছেন।
- ওঁ শ্রীসাই বরদায় নমঃ।
যিনি ভক্তকে মনোমত বর দেন।
- ওঁ শ্রীসাই সৎপুরুষায় নমঃ।
যিনি চিরকাল আছেন।
- ওঁ শ্রীসাই সত্যগুণাত্মনে নমঃ।
সত্য গুণটি তাঁর সহজাত।
- ওঁ শ্রীসাই সাধুবর্ধনায় নমঃ।
যিনি সাধুগুণ বর্ধন করেন।
- ওঁ শ্রীসাই সাধুজন পােষণায় নমঃ।
যিনি সাধু ও সজ্জনের পরিপালক।
- ওঁ শ্ৰীসাই সর্বজ্ঞায় নমঃ।
যিনি সব কিছু জানেন।
- ওঁ শ্রীসাই সর্বজনপ্রিয়ায় নমঃ।
লোকে যাঁকে সমানভবে ভালবাসে ও ভক্তি করে।
- ওঁ শ্ৰীসাই সর্বশক্তিমূৰ্তয়ে নমঃ।
যিনি সকল পুঞ্জীভূত শক্তির উৎস।
- ওঁ শ্ৰীসাই সর্বের্শায় নমঃ।
যিনি সকল কিছুর প্রভু।
- ওঁ শ্রীসাই সর্বসঙ্গ পরিত্যাগিনে নমঃ।
যিনি সকল বন্ধন ত্যাগ করেছেন।
- ওঁ শ্রীসাই সর্বান্তর্যামিনে নমঃ।
যিনি সকলের হৃদয়ে বাস করেন।
- ওঁ শ্রীসাই মহিমাত্মনে নমঃ।
যিনি মহাত্মা।
- ওঁ শ্রীসাই মহেশ্বরস্বরূপায় নমঃ।
যিনি শিবস্বরূপ।
- ওঁ শ্রীসাই পৰ্ত্তিগ্রামােদ্ভবায় নমঃ।
যিনি পর্ত্তী গ্রামে জন্মগ্রহন করেন।।
- ওঁ শ্রীসাই পৰ্ত্তিক্ষেত্র নিবাসিনে নমঃ।
যিনি পর্ত্তীতে বসবাস করেন।
- ওঁ শ্ৰীসাই যশকায় শিরডিবাসিনে নমঃ।
যিনি পূর্বজন্মে শিরডিতে বাস করতেন।
- ওঁ শ্ৰীসাই জোডিআদিপল্লিসােমপ্পায় নমঃ।
যাঁর আদিনিবাস কৈলাশে, তিনি প্রকৃতি ও পুরুষের যুগলমূর্তিতে আর্বিভূত হয়েছেন।
- ওঁ শ্রীসাই ভরদ্বাজ ঋষিগােত্রায় নমঃ।
যিনি ভরদ্বাজ গোত্রে জন্মগ্রহণ করেন।
- ওঁ শ্ৰীসাই ভক্তবৎসলায় নমঃ।
যিনি ভক্তদের সন্তান স্নেহে পোষন,রক্ষণ ও পালন করেন।
- ওঁ শ্ৰীসাই অপান্তরাত্মনে নমঃ।
যিনি একই অন্তরাত্মারূপে সকলের মধ্যে অধিষ্ঠিত।
- ওঁ শ্রীসাই অবতারমূৰ্তয়ে নমঃ।
যিনি অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন।
- ওঁ শ্ৰী সাই সর্বভয়নিবারিণে নমঃ।
যিনি সকল প্রকার ভয় হতে পরিত্রাণ করেন।
- ওঁ শ্রী সাই আপস্তম্বসূত্রায় নমঃ।
যিনি ঋষি আপস্তম্বের বংশে জন্মগ্রহণ করেন।
- ওঁ শ্রী সাই অভয়প্রদায় নমঃ।
যিনি ভয় দূর করেন এবং সুরক্ষা প্রদান করেন।
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 7