শিশুদের সামনে অনবরত নতুন ,নতুন বিমূর্ত ধারণা উপস্থাপন করা হয় ; আশা করা হয় যে সেই তথ্যগুলি তারা তাদের অল্প সময়ের স্মৃতি এবং দীর্ঘকালীন স্মৃতিতে সংরক্ষিত করে রাখবে। এই কারণেই শিশুদের বিকাশের ক্ষেত্রে , স্মরণ রাখার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
উপকার :
স্মৃতি নির্ভর এই খেলাগুলি খেললে শিশুরা, থামতে শেখে, একটি বিষয়ে মনোসংযোগ করতে শেখে , ভাবতে শেখে ও মনে রাখতে শেখে; এইভাবে তাদের দৈনন্দিন জীবনে, ধরে রাখার ও স্মরণ করার শক্তির উন্নতি হয়। তাদের বোধশক্তি এবং তথ্যগুলিকে ঠিকমতন সাজানোর ক্ষমতাও উন্নত হয়ে থাকে।
গুরুদের পথনির্দেশ:
যে খেলাগুলি দেওয়া হল সেগুলির মতন করে গুরুরা মজার ,মজার স্মৃতিনির্ভর খেলা তৈরী করতে পারেন ; এই খেলাগুলি এমন হবে যে শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা, শ্রবণ শক্তি, পরপর মনে রাখার ক্ষমতা এবং অনুভূতি দিয়ে মনে রাখার ক্ষমতা উদ্দীপিত হবে।