ধর্ম, সময় ও দূরত্ব বিষয়ক এমন কিছু নয় যাকে মুহূর্তের প্রয়োজনে বা চাপের তাগিদে ঈষৎ পরিবর্তন বা বিন্যস্ত করা যায়। এটা কিছু মৌলিক নীতিকেই তুলে ধরে যা মানবজাতিকে তার অন্তর বাহিরেরে সমন্বয়ের উন্নতি লাভে পরিচালিত করে। (১লা এপ্রিল ১৯৬৩)
সূর্য যদি তার জীবনদায়ী রশ্মি বিতরণ করতে ব্যর্থ হ’ত, ধ্বংস অনিবার্য হয়ে উঠত। প্রকৃতি আমাদের ধর্মের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করেছে যা আমাদের শান্তির পথে নিয়ে যায়। “ঈশ্বর সবচেয়ে ভাল জানেন” নামাঙ্কিত গল্পটিতে দুটো মূল্যবোধ যেমন কর্তব্য (সঠিক কর্ম) এবং সন্তুষ্টি (শান্তি) নিহিত রয়েছে।