ফ্লিপ ফ্লপ
উদ্দেশ্য:
এটি একটি আনন্দ মুখর ও উত্তেজনা পূর্ণ কর্মকান্ড যা মনোযোগ ও শ্রবণ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এবং সঠিক বিষয়কে বেছে নেবার ক্ষমতা ব্যবহার করে আদেশ পালনের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।
সম্পর্কিত মান বা মূল্যবোধ:
আনুগত্য, বাধ্যতা
মনোযোগ
বিচার বুদ্ধি
খেলার পদ্ধতি
- ছেলেমেয়েদের একটা লাইনে দাঁড়াতে বলা হবে।
- এবার গুরু এই ভাবে খেলাটি বুঝিয়ে দেবে ও নির্দেশ দেবে — যখন ‘লাভ অল’ (সবাইকে ভালোবাসো) কথাটি বলা হবে তখন ছেলেমেয়েরা হাঁটবে এবং যখন ‘ সার্ভ অল’ কথাটি বলা হবে তখন তারা থামবে।
- গুরু বলে চলবে- ‘লাভ অল লাভ অল সার্ভ অল লাভ অল সার্ভ অল…..’
- যারা ভুল করবে তারা খেলা থেকে বাতিল হবে।
- পরের বার, আদেশের সাথে কর্মকান্ডগুলি বিপরীত হবে।
- ছেলেমেয়েদের উত্তেজনা ও আনন্দকে বর্ধিত করে খেলাটি রিপিট করা যেতে পারে।
- পদ্ধতিটি চলাকালীন যারা খেলার নির্দেশগুলি ঠিক মত অনুসরণ করবে না তারা খেলা থেকে বাতিল হয়ে যাবে।
- খেলার এই কার্যক্রমের শেষে, সেই জয়ী হবে যে শেষ পর্যন্ত ‘নট আউট’ থেকে যাবে।