উৎসব ও রীতিনীতি
- বুদ্ধ জয়ন্তীর মূল উৎসব বুদ্ধ গয়াতে অনুষ্ঠিত হয়। বুদ্ধ পূর্ণিমার দিন বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসে
- ভগবান বুদ্ধকে সশ্রদ্ধ সন্মান জানাতে। এছাড়া মন্দির ও তার আশপাশ রঙিন পতাকা দিয়ে সুন্দর করে সাজানো হয়।
- ভোরের প্রার্থনা, বৌদ্ধ সাধুদের রঙিন শোভাযাত্রা, বিশাল মহার্ঘ্য দিয়ে পূজা, আর মিষ্টি ও খাবার বিতরণ করা হয়।
- অন্যান্য জায়গায় প্রার্থনা, ধর্মীয় বক্তৃতা আর অবিরাম বৌদ্ধ শাস্ত্র পাঠে বৌদ্ধবিহার, ধর্মীয় সভাঘর ও বাড়ি অনুরণীত হয়। এই দিন বৌদ্ধরা স্নান করে শুধু সাদা পোশাক পরে। মানুষ বুদ্ধের মূর্তিতে ধূপকাঠি, ফুল, মোমবাতি আর ফল নিবেদন করে। তারা সারাদিন বুদ্ধের জীবন ও শিক্ষার ওপর দেওয়া বক্তৃতা শুনে কাটিয়ে দেয়।
- বুদ্ধ গয়াতে, মহা বোধি মন্দির, উৎসবের সাজে সজ্জিত হয় রঙিন ফুল ও পতাকা দ্বারা। বোধি বৃক্ষের (যে বৃক্ষের নীচে বসে ভগবান বুদ্ধ নির্বাণ লাভ করেন।) নীচে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
- নিউ দিল্লির জাতীয় জাদুঘরে রাখা বুদ্ধের নশ্বর দেহাবশেষ (যা বিশ্বাস করা হয় তাঁর অস্থি ও ভষ্ম) জনগণের দেখার জন্য বাইরে বার করা হয় বুদ্ধ পূর্ণিমাতে।
- বুদ্ধ পূর্ণিমায়, বিভিন্ন জায়গায় জলসত্র করা হয় ও পশু পাখিদের সেবা করা হয়। বুদ্ধ জয়ন্তী একটি অত্যন্ত শান্তিপূর্ণ ও উত্তরণের উৎসব।
- বৌদ্ধ কিংবদন্তি অনুযায়ী, বুদ্ধের স্ত্রী যশোধারা, তাঁর প্রথম শিষ্য আনন্দ, তাঁর সারথি চন্ন, আর তাঁর ঘোড়া কন্টক-যাতে চড়ে তিনি জীবনের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে রাজ্য ত্যাগ করে বেরিয়ে যান, সকলেই ওই পবিত্র বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন।