কর্মণ্যেবাধিকারস্তে
অডিও
শ্লোকঃ
- কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
- মা কর্মফলহেতুর্ভুর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি।। ২/৪৭
অর্থঃ
কর্মেই তোমার অধিকার আছে ; কিন্তু কর্মফলে তোমার কোনও অধিকার নেই। কর্মের ফল লাভ যেন তোমার কর্ম করার উদ্দেশ্য না হয়া। কিন্তু সেই জন্যে কর্ম ত্যাগ করে কর্মহীন হবে না।
ব্যাখ্যা
কর্মণ্যেবাধিকারস্তে= কর্মাণি+এব+অধিকারঃ+তে |
কর্মেই তোমার অধিকার |
---|---|
মা | না |
ফলেষু | কর্মফলে |
কদাচন | কখনও |
কর্মফল | কর্মের ফল |
হেতু | উদ্দেশ্য |
ভূঃ | হয় |
মা তেসঙ্গোহতস্ত্বকর্মণি =মা+তে+সঙ্গ+অস্তু+অকর্মণি মা অস্তু তে সঙ্গ অকর্মণি |
তোমার আসক্তি যেন কর্মের কারণ না হয় |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
বিশদ পাঠ