“যখন আমরা নাম উচ্চারণ করি, তখন সেই রূপের সকল মিষ্টত্ব এবং সেই রূপ সংশ্লিষ্ট মহিমা যেন অবশ্যই আমাদের স্মৃতি আলোকিত করে; ঠিক যেমন কোন প্রিয় মিষ্টির কথা মনে পড়লে তোমার জিভে জল আসে, তেমনই নাম স্মরণের সময় তোমার মন যেন ঈশ্বরের করুণা পাবার জন্য আকুল হয় হয়ে ওঠে। সেই নাম বেছে নাও যা তোমার হৃদয়কে আকর্ষণ করে, মন্ত্রমুগ্ধ করে। কেন তোমরা ধনদৌলতের পিছে দৌড়াও যখন ধনদৌলত যা আনন্দ ও সন্তুষ্টি দিতে পারে তার শতগুণ দিতে পারে ‘ নাম স্মরণ’? ঈশ্বর বলেন যেখানে তার নাম গান হয় সেখানেই তিনি বিরাজ করেন। তিনি সেখানে তাকে প্রতিষ্ঠিত করেন। তিনি সেই স্থান ছেড়ে অন্য কোথাও যান না। সুতরাং ঈশ্বরকে জয় করার, তার করুণা পাবার জন্য জিহ্বাই যথেষ্ট, সেই জিহ্বা যা পবিত্র হৃদয়ের কথা বলে। — বাবা
চল আমরা সবাই পরিপূর্ণ বিশ্বাস ও প্রেম নিয়ে নারায়ণ ভজনের মধ্য দিয়ে ঈশ্বরকে আহ্বান করি, তার বন্দনা করি।