শিবের তৃতীয় নয়ন জ্ঞানের প্রতীক। মহাজাগতিক প্রজ্ঞা চক্ষু। তাঁকে লাভ করার জন্য যে তিনটি পথ রয়েছে, কর্ম, জ্ঞান ও ভক্তি এই তিনটি পথের জ্ঞানই তিনি দিতে পারেন। তাঁর ত্রিনয়নের আরেকটি অর্থ হল, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যত এই ত্রিকালের প্রভু। বস্তুতঃ তিনি কালকে নিয়ন্ত্রণ করেন আবার কালকে অতিক্রমও করেন। নন্দীর (তাঁর বাহন ষাঁড়) মতন তাঁর ওপর আমাদের দৃষ্টি সর্বদা নিবদ্ধ রাখতে হবে।এর জন্য যা থাকতেই হবে, তা হল সুজ্ঞান, পবিত্র জ্ঞান, যাকে বলা হয়, “সুদর্শনমু” বা সুন্দর দৃষ্টি। এই সৎ ও পবিত্র দৃষ্টি লাভ করার জন্য ঈশ্বরের ধ্যান করতে হবে, তাঁর নাম জপ করতে হবে এবং আমাদের মনকে তাঁর ওপর একাগ্র করতে হবে। — বাবা
আসুন এই ভজনগুলির মাধ্যমে আমরা শিবের ধ্যান করি ও তাঁর কাছে প্রার্থনা জানাই।