কার্যক্রম ২-
কার্যক্রম ২-
বালবিকাশ গুরুরা স্বাস্থ্যকর খাদ্য, ক্ষতিকর খাদ্য, রাস্তার ধারের খাদ্যের ছবি সংগ্রহ করবেন । প্রত্যেক শিশু একটি করে ছবি নেবে ও সেটিকে সঠিক শ্রেণীতে রাখবে । ছবি অনুযায়ী সেই খাদ্য গ্রহণীয় না বর্জনীয়, সেটা ব্যাখ্যা করবে।
উদাহরণ স্বরূপ, নীচের বাক্সে কিছু স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর খাবারের ছবি দেওয়া আছে। নীচে স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর নামে দুটি পাত্র আছে । শিশুরা সঠিক পাত্রে সঠিক প্রকারের খাদ্যের নাম লিখবে ।