জাতীয় পক্ষী – ময়ূর

Print Friendly, PDF & Email
জাতীয় পক্ষী – ময়ূর

National Bird Peacock

  • ভারতীয় ময়ূর (Pavo Cristatus) ভারতের জাতীয় পক্ষী। এটি বর্ণময়, হাঁসের পরিমাপের পাখী। এর পালকগুলি পাখার মতন। এদের চোখের তলায় সাদা দাগ থাকে এবং গলা, সরু ও লম্বা হয়।
  • পুরুষ পাখি, মহিলা পাখির চেয়ে বেশি বর্ণাঢ্য হয়ে থাকে। এদের বুক ও গলা নীল ও ঝকমকে। পুচ্ছের পালক ব্রোঞ্জ ও সবুজের মিশেল। একসঙ্গে প্রায় দুশোটি পালক পেখম বেঁধে থাকে।
  • নারী ময়ূরের রঙ বাদামি। আকারেও তারা পুরুষ পাখির থেকে কিছুটা ছোট হয় এবং তাদের পুচ্ছের বাহার থাকেনা।
  • ময়ূরের মধ্যে মানবচরিত্রের কিছু আদৃত গুণ দেখা যায়। এটি সংহতির প্রতীক। মানুষ যখন চেষ্টার দ্বারা তার প্রকৃত বর্ণে উজ্জ্বল হয়ে ওঠে তখন সে ময়ূরের মতই সৌন্দর্য লাভ করে।
  • হিন্দু ধর্মে ময়ূরকে বজ্র, বৃষ্টি, যুদ্ধের দেবতা ইন্দ্রের প্রতীকরূপে দেখানো হয়। দক্ষিণ ভারতে ময়ূরকে মুরুগা বা কার্তিকের বাহন বলে মনে করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।