শ্রী সত্য সাই বালবিকাশের উদ্দেশ্য মানবিকতার উৎকর্ষসাধন। ভারতবর্ষে এর গোড়াপত্তন হয় ভগবান শ্রী সত্য সাই বাবার পিতামাতাদের প্রতি এই আহ্বানের জবাবে যাতে তিনি পিতামাতাদের সন্তানদের আধ্যাত্মিক প্রয়োজনীয়তা, চরিত্রগঠন এবং মানবজাতির একত্বের বার্তাবহ ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে পরিচিত করানোর জন্য সচেতন করেছিলেন।.
ভগবান শ্রী সত্য সাই বাবা বিশ্বব্যপী প্রতিটি মানুষকে সক্রিয় নৈতিক জীবনযাপনে প্রতিশ্রুতিবদ্ধ করার উদ্দেশ্যে শ্রী সত্য সাই বালবিকাশ কর্মসূচির প্রবর্তন করেন। এই লক্ষ্যের কথা স্মরণে রেখে সপ্তাহে অন্তত এক ঘন্টা কয়েকটি সহজ অথচ কার্যকর শিক্ষণ পদ্ধতির সাহায্যে বালবিকাশ ক্লাস পরিচালনা করা হয়। এই পদ্ধতি গুলি হলঃ