এক্সপেরিয়েন্সিয়াল লারনিং
গুরুদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা:
- ১) নিম্নলিখিত বিষয়গুলি ইনস্টিটিউট অফ্ সত্য সাই এডুকেশন, মুম্বাই দ্বারা প্রকাশিত টুওয়ার্ডস্ হিউম্যান এক্সিলেন্স্ শ্রী সত্য সাই এডুকেশন ফর স্কুলস্, সপ্তম ভাগ , “এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং” নামক পুস্তক হইতে গৃহীত।
- ২) বিশদভাবে পড়ে এই কার্যক্রম গুলি বালবিকাশ ক্লাসে ব্যবহার করতে গুরুদের অনুরোধ করা হচ্ছে।
- ৩) গুরুরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বালবিকাশ প্রথম বিভাগ’এর পাঠ্যসূচিতে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কেবলমাত্র ‘মাইন্ড ম্যাপিং’ ও ‘ওয়েব চার্টিং’ অবধি সীমিত অর্থাৎ, “পরিচালনার পদ্ধতি”তে উক্ত প্রথম চারটি ধাপ অবধি সীমিত।
- ৪) কিন্তু এইখানে সম্পূর্ণ কার্যপ্রণালী’টি তুলে ধরা হয়েছে যাতে এই কার্যক্রম এবং তার সামগ্রিক সুফল সম্পর্কে গুরুদের স্বচ্ছ ধারণা গড়ে ওঠে।
- ৫) খেয়াল রাখতে হবে যে, তত্ত্ব সমূহ কেবলমাত্র গুরুদের বোঝার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে ; তা ক্লাসে শিশুদের পাঠের জন্য নয়।
- ৬) বালবিকাশ ক্লাসে এই কার্যক্রমের কেবলমাত্র বাস্তবিক রূপটিই উপস্থাপন করতে হবে।
- ৭) এই নিয়মাবলীর শেষে “এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং” কার্যক্রম’টির বাস্তবিক উপস্থাপনার একটি নমুনা রাখা হয়েছে।
[Adapted from the book ‘Towards Human Excellence Sri Sathya Sai Education for Schools’ Book 7, “Experiential Learning” published by Institute of Sathya Sai Education, Mumbai.]