সাই এর বাল্যকাল
ঈশ্বর যখন পৃথিবীতে বিচরণ করেন তখন গাছপালা, পশু-পক্ষী, মানুষ সবাই বিশ্বজনীন ও দিব্য প্রেমের উত্তাপ উপভোগ করে। চারিদিক একতা ও আনন্দে ছেয়ে যায়। অলৌকিক পরিবর্তনের বিকাশ দেখা যায়। আট দশকের বেশি সময় ধরে, ঠিক এমনটাই ঘটেছিল যখন ১৯২৬ সালের ২৩ শে নভেম্বর, এই পবিত্র দিনটিতে অবতার শ্রী সত্য সাই বাবা আমাদের মধ্যে অবতীর্ন হন।
‘সাই এর বাল্যকাল’ একটি সংকলন, যেখানে আমাদের প্রিয় প্রভুর জন্ম ও বাল্যকালের কাহিনীগুলি বলা হয়েছে। এগুলি থেকে দেখা যায় বালক সত্য কিভাবে তাঁর মহান ব্রতের বীজগুলি তখনই বপন করেছিলেন। তাঁর শিক্ষা তিনি নিজ জীবনে পালন করে দেখিয়েছেন। তিনি বলেন,” আমার জীবনই আমার উপদেশ।”
বালবিকাশ গুরু তাঁর ছাত্র ছাত্রীদের বয়স অনুযায়ী ঘটনা বেছে নিয়ে তাদের শোনাতে পারেন। এই গল্পগুলির বিশেষত্ব হলো এই যে, এগুলি কেবল ভগবানের বাল্যকালের গল্প নয় ,তারা জীবনের মূল্যবোধগুলিকে তুলে ধরে।যে মূল্যবোধ এই কাহিনীগুলির অবিচ্ছেদ্য অঙ্গ, গুরু সেগুলিকেই বড় করে তুলে ধরবেন।
ছাত্র ছাত্রীরা কতটা বুঝেছে তা দেখার জন্য গুরু কুইজ অংশ থেকে প্রশ্ন করতে পারেন।





![অষ্টোত্তর [১-৫৪]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)
















