ভগবানের প্রতি ভালোবাসাই হ’ল ভক্তি। ভক্তি অন্তরে শান্তি প্রদান করে, আর দেয় অন্য সকল আশীর্বাদ যার জন্য মানুষ আকুল হয়। ভক্তি দেয় শান্তি আর দেয় এমন এক পরম নিশ্চিন্ততা যে সে সর্বদা সঠিক পথে সত্য ও ধর্মীয় জীবন যাপন করছে।
এই অংশে প্রদত্ত গল্প গুলো হ’ল
- ‘আন্তরিক প্রার্থনা’ – ভক্তি (প্রেম), বিনয় (শান্তি), অপরের প্রতি শ্রদ্ধা (সঠিক আচরণ)
- ‘ঈশ্বরের কৃপা’ – প্রেম, ভক্তি ও হৃদয়ের পবিত্রতা (শান্তি) প্রকাশ করে।