ভগবান বলেন যদি আমাদের সব কাজ প্রেমপূর্ণ হয় তাহলে আমাদের সকল কাজের মধ্যেই ধর্মের প্রকাশ দেখা যাবে। জীবনের শুরুতে প্রতিটি প্রাণীই মায়ের ভালোবাসার মধ্য দিয়ে প্রেমের আস্বাদ পায়। শিশুরা যখন তাদের গুরুজনদের দেখে, তাদের কাছ থেকে শিখে পথ চলা শুরু করে তখন তাদের অন্তর থেকে প্রেম বিকশিত হয়।
ছোটবেলা থেকেই শিশুরা বন্ধুত্ব ও আন্তরিকতা, এই দুটি সহ মূল্যবোধ নিজেদের মধ্যে অনুভব করে।
‘একটি সৎ কাজ’ ও ‘বন্ধুত্ব ও আত্মত্যাগ’ এই গল্প দুটিতে দেখানো হয়েছে, কী ভাবে মানুষ তার চিন্তা, কর্ম, অনুভূতি, ও বুদ্ধিকে ভালোবাসায় ভরিয়ে তুলতে পারে। প্রেম যদি গাছপালা, পশুপক্ষীর চৈতন্যের উত্তরণ ঘটাতে পারে তাহলে মানুষের ক্ষেত্রে তার প্রভাবকে কী অস্বীকার করা যায়? একটি জাপানী প্রবচন বলে, “একটি প্রেমপূর্ণ কথা বা কাজ তিনটি শীতের মাসকে উষ্ণতায় ভরিয়ে দিতে সক্ষম।”