যেসব গল্পে দুটি মূল্যবোধের সার নিহিত আছে সেগুলিকে আলাদা করে নথিবদ্ধ করা হয়েছে। সত্য হলো মানুষের জীবনের সার তত্ত্ব। সত্য থেকে ধর্মের উদ্ভব হয়েছে। ধর্ম, শান্তি এনে দেয়। প্রেম শান্তিকে অনুসরণ করে। সুতরাং বলা যায় সবকিছুই সত্য থেকে আসে। আবার সত্যেই সব লীন হয়। এমন কোন জায়গা নেই যেখানে সত্য নিহিত নেই। সত্যের অনুশীলনই হল ধর্ম। এখানে “সত্যই ঈশ্বর” এই কাহিনিটিতে মুক্তিযোদ্ধা বাল গঙ্গাধর তিলকের শৈশবের একটি সাহসিকতার গল্প বিধৃত হয়েছে।
সত্য ও সদাচার
-
সম্পর্কিত গল্প