দুটো মূল্যবোধ নিহিত গল্পগুলোকে পৃথক ভাবে তালিকাভুক্ত করা হয়েছে। যখন সত্যকে অনুশীলন করা হয়, তা ধর্ম হয়ে ওঠে। সত্য শব্দে প্রকাশিত হয় যেখানে ধর্ম প্রকাশিত হয় কর্মে। অতএব সত্য হ’ল ধর্মের ভিত্তি। সত্যবিহীন ধর্ম নেই। সত্যের ভিত বিহনে ধর্মের বৃহৎ ইমারত গঠন সম্ভব নয়। “কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়” নামাঙ্কিত গল্পটি অনুসন্ধানের (সত্য) এবং সততার (ধর্ম) ভাবশক্তির গুণাবলী তুলে ধরে।
সত্য ও ধর্ম
-
সম্পর্কিত গল্প