হরি হরি হরি হরি
অডিও
ভজনের কথা
- হরি হরি হরি হরি স্মরণ করো
- হরি চরণ কমল ধ্যান করো।
- মুরলী মাধব সেবা করো
- মুরহর গিরিধারী ভজন করো।
ভজনের অর্থ
হরির নাম স্মরণ কর। তাঁর শ্রীচরণ ধ্যান কর। তাঁর সেবা কর। তাঁর নাম ভজন কর।
ব্যাখ্যা
মুরহর | শ্রীকৃষ্ণ। মুর নামে এক রাক্ষস ছিল। কংসের অনুচরদের অন্যতম এই রাক্ষস ধার্মিক লোকদের উত্যক্ত করত। কৃষ্ণ একে বধ করেছিলেন বলে তাঁকে মুরহর বলা হয়। ‘মুর’ বলতে আমি বা আমার বোঝায়। কৃষ্ণ আমিত্বকে হরণ করে লোকের মনে দিব্য ভাব এনে দেন। |
---|---|
গিরিধারী | কৃষ্ণ, যিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন |
মুরলী মাধব | কৃষ্ণ |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
কার্যক্রম
-
বিশদ পাঠ