‘রাম’ এই পবিত্র নামের মধ্যে, ‘র’ হল অগ্নির, ‘অ’ হল সূর্যের এবং ‘ম’ হল চন্দ্রের প্রতীক। তাই যখনই আমরা ‘রাম’ নাম উচ্চারণ করি, তৎস্থিত অগ্নি আমাদের সকল পাপকে ভস্মীভূত করে, তৎস্থিত সূর্য আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে , এবং তৎস্থিত চন্দ্র আমাদের মনকে শান্ত করে। —বাবা
কলিযুগে রাম নাম হল তারক মন্ত্র। যখন উৎসাহের সঙ্গে আমরা এই রামের ভজনগুলি গাইব, তখন আমাদের হৃদয় ঈশ্বরের এই দিব্য নামের স্পন্দনে স্পন্দিত হয়।