সর্বধর্ম ভজন
সব রকম বিশ্বাসকেই থাকতে দাও। সকল মতের উন্নতি হোক। বিচিত্র ভাষায়, বিচিত্র সুরে ঈশ্বরের মহিমা গান গাওয়া হোক। সেইটাই আদর্শ অবস্থান। বিভিন্ন মতের মধ্যে যে পার্থক্য আছে, তাকে সম্মান কর এবং যথার্থ বলে স্বীকৃতি দাও, যতক্ষণ না সেটা ঐক্যের অগ্নিকে নির্বাপিত করতে চায়। আমি কোন বিশ্বাসে বিঘ্ন ঘটাতে বা কোন মতকে নষ্ট করার জন্য আসিনি। আমি এসেছি প্রত্যেককে তার নিজের বিশ্বাসে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে। যাতে একজন ক্রীষ্টান আরো ভাল ক্রীষ্টান হতে পারে, একজন মুসলমান আরো ভাল মুসলমান হতে পারে,একজন হিন্দু আরো ভাল হিন্দু হতে পারে। ‐-‐- বাবা
স্বামী বারংবার মানবজাতিকে সকল ধর্মের ঐক্যের কথা মনে করিয়ে দিয়েছেন। আসুন আমরা এই সর্বধর্মের ভজনগুলি গেয়ে, মানুষ মাত্রই যে আরেকজন মানুষের ভাই ও ঈশ্বর যে তাদের সকলের পিতা, বাবার এই শিক্ষা সম্প্রচার করি।
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3