হাতের তালুর খেলা
হাতের তালুর খেলা
উদ্দেশ্য:
এটি খুবই আকর্ষনীয় ও মজার কার্যক্রম ।
প্রাসঙ্গিক মূল্যবোধ
- আত্ম সম্মান
- অন্যের ভালো দেখা
প্রয়োজনীয় সামগ্রী
একটি কাগজ ও পেনসিল প্রত্যেক বাচ্চার জন্য।
গুরুর প্রস্তুতি
কিছ নেই।
কি ভাবে খেলব
- গুরু বাচ্চাদের গোল হয়ে বসতে নির্দেশ দেবেন।
- প্রত্যেক বাচ্চা কাগজে নিজেদের নাম আর কাগজের ওপর হাত রেখে হাতের তালুর বাইরের রেখা (outline) আঁকবে এবং কাগজটি অন্য বাচ্চাকে দেবে।
- এই বাচ্চাটি , যার হাতের তালু অঙ্কিত রয়েছে কাগজে, তার সম্বন্ধে কিছু ইতিবাচক কথা লিখবে এবং পরের বাচ্চাটিকে কাগজটি দিয়ে দেবে।
- প্রত্যেক বাচ্চা ক্লাসের প্রত্যেকটি হাতে তালুর চিত্রে কি লেখা আছে, পড়ে শোনানো হবে।