যোগরতো বা ভোগরতো বা
অডিও
কথা
- যোগরতো বা ভোগরতো বা সঙ্গরতো বা সঙ্গবিহীনঃ।
- যস্য ব্রহ্মণি রমতে চিত্তং নন্দতি নন্দতি নন্দত্যেব।।
অর্থ
অনাড়ম্বর জীবনযাপনে রত যোগী কিংবা ভোগবিলাসে রত ভোগী, সর্বত্যাগী সন্ন্যাসী কিংবা সংসারে আসক্ত সংসারী ব্যক্তি –যে কেহই হোক, যদি তাঁর চিত্ত ব্রহ্মেই আনন্দ পায়, তবে সেই পরম সুখী।
ব্যাখ্যা
যোগরতো | অনাড়ম্বর জীবনযাপনে রত |
---|---|
বা | অথবা |
ভোগরতো | ভোগবিলাসে রত |
সঙ্গরতো | সৎসঙ্গে |
সঙ্গবিহীনঃ | নিঃসঙ্গ অবস্থায় |
যস্য | যার |
ব্রহ্মণি | ব্রহ্মে, ঈশ্বরে |
রমতে | আনন্দ |
চিত্তং | মন (এখানে আত্মা) |
নন্দতি | উপলব্ধ হয় |
নন্দত্যেব | নিশ্চিত উপলব্ধ হয় |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty