কামং ক্রোধং লোভং মোহং
অডিও
কথা
- কামং ক্রোধং লোভং মোহং
- ত্যক্ত্বাত্মানং পশ্যতি সোহম্।
- আত্মজ্ঞান বিহীনা মূঢ়া
- তে পচ্যন্তে নরকনিগূঢ়াঃ।।
অর্থঃ
কাম, ক্রোধ, লোভ, মোহের মতন দুর্গুণ ত্যাগ ক’র। নিজেকে প্রশ্ন ক’রে দেখ তুমি কে। নিজেকে জানতে পারলে না এমনই মূর্খ যদি হও, তোমাকে অন্তহীন নরক যন্ত্রণা ভোগ করতে হবে।
ব্যাখ্যা
কামং | বাসনা |
---|---|
ক্রোধং | রাগ |
লোভং | লালসা |
মোহং | মায়া[বন্ধন] |
ত্যক্ত্বা | ত্যাগ করে |
আত্মানং | নিজ |
পশ্যতি | দেখা |
সোহম্ | আমিই সেই |
আত্মজ্ঞান | নিজের সম্বন্ধে জানা |
বিহীনা | ব্যতীত |
মূঢ় | নির্বোধ |
তে | তাহারা |
পচ্যন্তে | পরিপাক হওয়া, এখানে যন্ত্রনা ভোগ করা |
নরক | নরকে |
নিগূঢ়াঃ | গভীরে (নিক্ষিপ্ত হওয়া) |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty