- দর্শন বিনা ধর্ম শুধুমাত্র কুসংস্কার। ধর্ম বিনা দর্শন শুস্ক নাস্তিকতা ছাড়া আর কিছু নয়।
- কেউ যদি গালি দেয়, তার প্রতি কৃতজ্ঞ থেকো কারণ সে তোমাকে একটা আয়না দেয় যাতে তোমার দোষ ত্রুটি প্রতিফলিত হয়। তুমি আত্মসংযম করতে পারো। তাই তাঁকে আশীর্বাদ করো আর নিজে খুশি থাকো।
- তুমি এবং তোমার ঈশ্বরের প্রতি ভালোবাসার মধ্যে কারোকে আসতে দিও না। তাঁকে শুধু ভালবেসে যাও। পৃথিবীতে বলতে দাও ভালোবাসা কি। প্রেম প্রধানত তিন প্রকার, প্রথম প্রকার প্রেম শুধু নিয়ে যায়, দেয় না কিছুই। দ্বিতীয় প্রকার প্রেমে চাওয়া এবং পাওয়া দুই-ই থাকে আর তৃতীয় প্রকার প্রেম নিঃস্বার্থ, যা শুধু দিয়ে যায় পাওয়ার আশা করে না। যেমন মথ আলোর দিকে আকৃষ্ট হয়, এই প্রেম তেমন প্রেমাষ্পদের দিকে ধাবিত হয়।
- বুদ্ধ তার সব থেকে বড় শত্রু কে মুক্ত করে দিয়েছিলেন কারণ বুদ্ধকে ঘৃণা করার অভিপ্রায়ে সে সর্বদাই বুদ্ধকে স্মরণ করত এবং তার ফলে তার মন পরিশুদ্ধ হয়েছিল; সে মোক্ষের পথে অগ্রসর হয়েছিল। নিরন্তর ঈশ্বর চিন্তা মানুষকে পবিত্র করে।
- নানা প্রকার বাধা-বিঘ্ন, নিরুৎসাহ ব্যঞ্জক পরিবেশ, অনিশ্চয়তা প্রভৃতি সত্ত্বেও অধ্যাবসায় দুর্বল এর থেকে শক্তিশালী কে পৃথক করে।
- নিজের ত্রুটি খুঁজে পাওয়ার মধ্যে অমূল্য এক নির্দেশ লুকিয়ে থাকে।মানবিকতার সঙ্গে, নিষ্ঠা ভরে এই প্রচেষ্টা করলে নিজেকে সংশোধন করা যায়।
- যখন তোমার প্রেম চতুর্দিকে ফুলের সুবাস এর মত ছড়িয়ে পড়ে তখনই আসে পরিপূর্ণতা।
- যিনি মাধুর্যে পরিপূর্ণ, যার ব্যবহারে মধুরতা প্রকাশ পায় তিনি নানান বর্ণের, নানা গন্ধের অপূর্ব সুন্দর ফুলের সঙ্গে তুলনীয়।
- যদি তুমি স্বার্থপরতা ত্যাগ করতে পারো তবে স্বর্গের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে ।
- আমার প্রেমের আলো প্রদর্শিত পথে চল কেউ তোমার চলার পথে ছায়া সৃষ্টি করতে পারবে না।।
- স্নেহ, শ্রদ্ধা এবং ভক্তি পরস্পরের পদাঙ্ক অনুসরণ করে।
- কেউ তার আত্মাকে দিব্যত্বের চরণে নিবেদন করেন, কেউ করেন প্রাণ ,কেউ বা কর্ম আবার কেউ অর্থ। কিছু ব্যক্তি আছেন যাদের পবিত্র আত্মা, পবিত্র প্রাণ, পবিত্র কর্ম এবং পবিত্র সম্পদ দিব্যত্বে নিবেদিত,তারাই ঈশ্বরের প্রকৃত সন্তান ।
- প্রকৃত শিক্ষার তাৎপর্য হলো আপনার মধ্যে নিহিত উৎকর্ষতার প্রকাশ ঘটানো। মানবতার পুস্তক অপেক্ষা অন্য কোন পুস্তক এর জন্য উপযুক্ত নয়।
- এতে কি লাভ যদি আমরা প্রাত্যহিক প্রার্থনার সময় ঈশ্বরের পিতৃত্ব স্বীকার করি আর ব্যবহারিক জীবনে
মানুষের সঙ্গে ভ্রাতৃসুলভ আচরণ না করি। - প্রার্থনা বিনা কর্ম হল অন্ধের কোন বস্তু খোঁজার মতো। প্রার্থনা যে কোনো কর্মকে সৎ এবং কার্যকরী করে।
- মানবিকতা পূর্ণ শিক্ষা হলো প্রকৃত শিক্ষা তা শুধু বুদ্ধির বিকাশ ঘটায় না হৃদয়বৃত্তির পরিমার্জন এবং আত্মার অনুশাসনে সহায়ক হয় ।
- বারবার ঘষা সত্ত্বেও চন্দনকাঠের সুবাস কমে যায় না। ছোট ছোট করে টুকরো করে কেটে ফেললেও আখ তার মিষ্টত্ব বজায় রাখে।সোনা বারবার গলানো সত্ত্বেও তার চাকচিক্য এবং আকর্ষণ অক্ষুন্ন রাখে। সেই রকম মহাপুরুষেরা তাদের সহজাত গুণাবলী কখনো ত্যাগ করেন না।
রত্নমালা
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty