অষ্টোত্তরম (২৮-৫৪)
ভিডিও
অডিও
কথা
- ওঁ শ্রীসাই রত্নাকরবংশোদ্ভবায় নমঃ।
যিনি রত্নাকর বংশে জন্মগ্রহণ করেছেন।
- ওঁ শ্রীসাই শিরডি সাই অভেদশক্ত্যাবতারায় নমঃ।
যাঁর মহিমার সঙ্গে শিরডী অবতারের কোনো তফাৎ নেই।
- ওঁ শ্ৰীসাই শঙ্করায় নমঃ।
যিনি স্বয়ং শিব।
- ওঁ শ্ৰীসাই শিরডি সাইমূৰ্তয়ে নমঃ।
যিনি শিরডী বাবার অবতার।
- ওঁ শ্ৰীসাই দ্বারকামাইবাসিনে নমঃ।
দ্বারকা মাতার স্থানে যিনি বাস করেন।
- ওঁ শ্রীসাই চিত্রাবতীতটপুট্টাপর্তিবিহারিণে নমঃ।
চিত্রাবতী নদীর তীরে অবস্থিত পুট্টাপর্তি গ্রাম যাঁর লীলা ক্ষেত্র।
- ওঁ শ্ৰীসাই শক্তিপ্রদায় নমঃ।
যিনি শক্তি প্রদান করেন।
- ওঁ শ্রীসাই শরণাগতত্রাণায় নমঃ
যারা তাঁর শরণাগত তাদের তিনি রক্ষা করেন।
- ওঁ শ্রীসাই আনন্দায় নমঃ।
যিনি পরমানন্দ।
- ওঁ শ্ৰীসাই আনন্দদায় নমঃ।
যিনি পরমানন্দ প্রদান করেন।
- ওঁ শ্রীসাই আর্তত্ৰাণ পরায়ণায় নমঃ।
যিনি আর্তকে পরিত্রাণ করেন।
- ওঁ শ্রীসাই অনাথানাথায় নমঃ
যিনি অনাথের প্রভু অর্থাৎ নাথ।
- ওঁ শ্রীসাই অসহায় সহায়ায় নমঃ।
যিনি অসহায়ের সঙ্গে থাকেন।
- ওঁ শ্রীসাই লোকবান্ধবায় নমঃ।
যিনি জগতের বন্ধু।
- ওঁ শ্ৰীসাই লোকরক্ষা পরায়ণায় নমঃ।
যিনি জগতকে রক্ষা করেন।
- ওঁ শ্রীসাই লোকনাথায় নমঃ।
যিনি সর্ব লোকের প্রভু।
- ওঁ শ্ৰীসাই দীনজন পোষণায় নমঃ।
যারা দীন, দরিদ্র,বিপন্ন,সাইবাবা তাদের প্রতিপালক।
- ওঁ শ্রীসাই মূৰ্তিত্রয়স্বরূপায় নমঃ।
সত্য সাই বাবা ত্রিমূর্তি (ব্রহ্মা,বিষ্ণু, মহেশ্বর) স্বরূপ।
- ওঁ শ্রীসাই মুক্তিপ্রদায় নমঃ।
যিনি মোক্ষ প্রদান করেন।
- ওঁ শ্ৰীসাই কলুষপরিদুরায় নমঃ।
যিনি সর্ব প্রকার ত্রুটি দূর করেন।
- ওঁ শ্ৰীসাই করুণাকরায় নমঃ।
যিনি দয়াময়।
- ওঁ শ্ৰীসাই সর্বাধারায় নমঃ
যিনি সকল কিছুর আধার।
- ওঁ শ্রীসাই সর্বহৃদবাসিনে নমঃ।
সর্বজনের অন্তর্লোকে যিনি বিরাজ করেন।
- ওঁ শ্ৰীসাই পূণ্যফল প্রদায় নমঃ
যিনি সকল সৎকর্মের জন্য পুরষ্কার (ফল) প্রদান করেন।
- ওঁ শ্ৰীসাই সর্বপাপক্ষয় করায় নমঃ।
যিনি সকল পাপের ফল বিনাশ করেন।
- ওঁ শ্রীসাই সর্ব রোগ নিবারিণে নমঃ।
যিনি সর্ব প্রকার রোগ নিরাময় করেন।
- ওঁ শ্ৰীসাই সর্ব বাধাহরায় নমঃ।
যিনি সকল প্রকার বিপদ বাঁধা অপসারিত করেন।
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 9