শান্তাকারং
অডিও
কথা
- শান্তাকারং ভুজগ শয়নং
- পদ্মনাভং সুরেশম
- বিশ্বধারং গগনসদৃশং
- মেঘবর্ণং শুভঙ্গম
- লক্ষ্মীকান্তং কমলনয়নং
- যোগীভির্ধ্যানগম্যম
- বন্দে বিষ্ণুং ভবভয়হরং
- সর্বলোকৈক নাথম।
অর্থ
আমরা জগৎপ্রভু ভগবান বিষ্ণুর চরণে প্রণাম জানাই যিনি শান্তির প্রতীক, অনন্তনাগশয্যায় শায়িত। তাঁর নাভি থেকে পদ্ম প্রকাশিত হয়েছে, তিনি দেবগণের প্রভু ও বিশ্বের প্রতিপালক। আকাশের মত তাঁর ব্যপ্তি, মেঘের মত তাঁর গাত্রবর্ণ, তিনি সৌন্দর্যের প্রতীক। তিনি, সৌভাগ্য ও সম্পদের দেবী লক্ষ্মীর স্বামী, তাঁর নয়নযুগল পদ্মের ন্যায়, যোগীগণ কঠোর তপস্যা ও ধ্যানের দ্বারা তাঁকে অনুধাবন করেন। ভবভয়হরণকারী, সর্বলোকের প্রভু ভগবান বিষ্ণুকে আমি প্রণাম জানাই।
ভিডিও
ব্যাখ্যা
শান্তাকারং | যিনি শান্তি প্রদান করেন ও স্বয়ং শান্তির প্রতীক |
---|---|
ভুজগ শয়নং | যিনি নাগশয্যায় শায়িত |
পদ্মনাভং | যাঁর নাভি থেকে পদ্ম প্রকাশিত হয়েছে (ভগবান বিষ্ণু) |
সুরেশম | শুভশক্তির আধার, দিব্যত্বের প্রতীক |
বিশ্বধারং | নিখিল বিশ্বের প্রতিপালক ও রক্ষক |
গগনসদৃশং | আকাশের মত যিনি অসীম |
মেঘবর্ণং | মেঘের মত গায়ের রং তাঁর |
শুভাঙ্গম | তিনি সুন্দর |
লক্ষ্মীকান্তং | যিনি সৌভাগ্য ও সম্পদের দেবী লক্ষ্মীর স্বামী |
কমলনয়নং | যাঁর চোখ দুটি পদ্মের মত সুন্দর |
যোগীভির্ধ্যানগম্যম | যোগীগণ তাঁকে ধ্যানের মাধ্যমে অনুধাবন করেন |
বন্দে বিষ্ণুং | সর্বশক্তিমান ভগবান বিষ্ণুর বন্দনা করি |
ভবভয়হরং | যিনি ভবভয় হরণ করেন |
সর্বলোকৈক নাথম | সর্বলোকের নাথ বা প্রভু |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3