ভারতীয়দের জন্য সত্য হ’ল এমন একটি মূল্যবোধ যা বেদে, পবিত্র ধর্মগ্রন্থাদিতে এবং জাতীয় নীতি কথার মধ্যেও ঘোষিত হয়ে এসেছে। মহাকাব্যাদি ও ধর্মীয় কাহিনী থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী পর্যন্ত বিশেষ খ্যাতি সম্পন্ন মানুষের অনেক উদাহরণ রয়েছে যারা সত্যের প্রতি নিষ্ঠাবান থেকেছেন এবং তার সার্থকতা অনুধাবন করেছেন।
ভারতীয়দের জন্য সত্য হ’ল এমন একটি মূল্যবোধ যা বেদে, পবিত্র ধর্মগ্রন্থাদিতে এবং জাতীয় নীতি কথার মধ্যেও ঘোষিত হয়ে এসেছে। মহাকাব্যাদি ও ধর্মীয় কাহিনী থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী পর্যন্ত বিশেষ খ্যাতি সম্পন্ন মানুষের অনেক উদাহরণ রয়েছে যারা সত্যের প্রতি নিষ্ঠাবান থেকেছেন এবং তার সার্থকতা অনুধাবন করেছেন।
সত্যকে যেহেতু অন্য সকল মূল্যবোধের ভিত্তি বলে বিবেচনা করা হয়, “সত্যই ঈশ্বর” নামাঙ্কিত একটি গল্প শিক্ষার প্রথম বর্ষের পাঠক্রমে তালিকাভুক্ত করা হয়েছে।