বেদানুদ্ধরতে
অডিও
কথা
- বেদানুদ্ধরতে জগন্নিবহতে
- ভূগোলং উদ্ধিভ্রতে
- দৈত্যং দারয়তে বলিং ছলয়তে
- ক্ষত্রক্ষয়ং কুর্বতে।
- পৌলস্ত্যং জয়তে হলং কলয়তে
- কারুণ্যমাতণ্বতে
- ম্লেচ্ছানমূর্চ্ছয়তে দশাকৃতি কৃতে
- কৃষ্ণায় তুভ্যং নমঃ।
অর্থ
এই প্রার্থনা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যিনি তাঁর ভক্তদের যেকোন অন্যায় – অবিচার থেকে রক্ষা করার জন্য যেকোন সময় যেকোন রূপ ধারণ করেন। উপরোক্ত শ্লোকে ভগবান বিষ্ণুর দশটি অবতারের বর্ণনা আছে। তাঁরা হলেন মৎস্যাবতার, কূর্মাবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রামাবতার, বলরাম অবতার, কৃষ্ণাবতার ও কল্কি অবতার (ভগবান শ্রী সত্য সাই বাবার) । হে ভগবান, আমি আপনার চরণকমলে নিজেকে সমর্পণ করি।
ভিডিও
ব্যাখ্যা
বেদ | পবিত্র বেদসমূহ |
---|---|
উদ্ধরতে | রক্ষা করেন, উদ্ধার করেন |
জগন্নিবহতে | জগতের ভার বহন করেন |
ভূগোলং | পৃথিবী |
উদ্ধিভ্রতে | উর্দ্ধে উত্তোলন করেন |
দৈত্যং | ঋষি কাশ্যপের পত্নী দিতির পুত্রগণ |
দারয়তে | হনন করেন বা হত্যা করেন |
বলিং | দৈত্যরাজ বলি |
ছলয়তে | ছলনা করেন |
ক্ষত্রক্ষয়ং | ক্ষত্রিয় জাতির বিনাশসাধন |
কুর্বতে | করেন |
পৌলস্ত্যয়ং | পুলস্ত্য মুনির পুত্র রাবণের আরেক নাম পৌলস্ত্য |
জয়তে | জয় করেন |
হলং | হল বা লাঙল |
কলয়তে | চালনা করেন |
কারুণ্যমাতণ্বতে | করুণা বিতরণ করেন |
ম্লেচ্ছান্ | ম্লেচ্ছ বা দুরাচারী |
মূর্চ্ছয়তে | দমন করেন |
দশাকৃতি কৃতে | দশটি রূপ ধারণ করেন |
কৃষ্ণায় | ভগবান কৃষ্ণ |
তুভ্যং | আপনাকে |
নমঃ | নমস্কার করি |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
কার্যক্রম
-
আরও পড়া