গোবিন্দ রামা ভজন
অডিও
কথা
- গোবিন্দ রামা জয় জয় গোপাল রামা
- মাধবা রামা জয় জয় কেশবা রামা
- দুর্লভ রামা জয় জয় সুলভ রামা
- এক তু রামা জয় জয় অনেক তু রামা
অর্থ
ঈশ্বরের অবতার স্বরূপ প্রভু শ্রীরামচন্দ্রের জয় হোক এবং তিনিই স্বয়ং শ্রীকৃষ্ণ স্বরূপ। তিনি মাধব – লক্ষ্মীর পতি এবং কেশব – ত্রিমূর্তি (ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর স্বরূপ)। তাঁকে লাভ করা বড়ই কঠিন, আবার অপরদিকে খুব সহজেই তাঁর কাছে পৌঁছানো যায়। তিনি এক এবং তিনিই বহু।
ভিডিও
ব্যাখ্যা
গোবিন্দ | বিষ্ণুর নাম, বিশেষত কৃষ্ণের নাম। ‘গো’ অর্থ গরু। যেহেতু তিনি বাল্যকালে রাখাল বালকের ভূমিকা গ্রহণ করেছিলেন তাই তাঁর এই নাম। |
---|---|
রামা | প্রভু শ্রীরামচন্দ্র, অর্থ ‘যিনি সর্বদা আনন্দ দেন’। |
জয় | জয় হোক |
গোপাল | গো’ – গরু; পাল – প্রতিপালক। শ্রীকৃষ্ণ বাল্যকালে রাখাল বালকের ভূমিকা গ্রহণ করে গরু প্রতিপালন করতেন বলে তাঁর এই নাম। |
মাধবা | বিষ্ণু তথা কৃষ্ণের অপর একটি নাম। মা + ধব ( ‘মা’ অর্থ লক্ষ্মী এবং ‘ধব’ অর্থ পতি) |
কেশব | বিষ্ণু তথা কৃষ্ণের আর একটি নাম। একটি অর্থ ‘যিনি সকলের দুঃখ বা ক্লেশ নিবারণ করেন’। অপর একটি অর্থ হল ‘যিনি সুদৃশ্য ও কুঞ্চিত কেশ ধারী’। ‘কেশ’ কথাটি থেকে এটির উদ্ভব হয়েছে, যার অর্থ চুল। ‘কেশব’ শব্দটির আর একটি অর্থ ‘যিনি কেশী নামক দৈত্যকে নিধন করেন। |
দূর্লভ | যা লাভ করা খুবই কঠিন |
সুলভ | খুব সহজেই যা পাওয়া যায় |
এক | অদ্বিতীয় |
তু | তুমি |
অনেক | বহু |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
বিশদ পাঠ