ভারতবর্ষ বহু মুনিঋষি ও মানবদেহে স্বয়ং ঈশ্বর অর্থাৎ অবতারের আবির্ভাবে আশীর্বাদ ধন্য। স্বামী বলেছেন যে ভারতবর্ষ হল পূন্যভূমি, একটি পবিত্র দেশ। পৃথিবীর আধ্যাত্মিক প্রবাহ রূপ রেলগাড়িটির ইঞ্জিন হল ভারতবর্ষ এবং পৃথিবীর অন্যান্য সব দেশ হল রেলগাড়ির কামরাগুলির মত যা ইঞ্জিনের সাথে যুক্ত। এই দেশে সাধু ঋষিমুনি সাধক পূন্যার্থিগন ঈশ্বর সাধনা করেন ও ঈশ্বরের সান্নিধ্যে পরম তৃপ্তি লাভ করেন। তাদের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর এই পবিত্র ভূমিতে অবতীর্ণ হন ও সকলকে তাঁর অনুগ্রহ ও আশীর্বাদ প্রদান করেন। এটি খুবই আবশ্যিক যে শিক্ষার্থীরা এই সকল মুনিঋষিদের জীবন ও শিক্ষা সম্পর্কে জানবে। প্রতিটি সাধক, ঋষিমুনি ও ভক্তর নিজস্ব অসাধারণ অনন্য ভক্তি মার্গ ও ঈশ্বর প্রেম রয়েছে। শিক্ষক এই সকল সাধুসন্তদের গল্প ক্লাসে বলতে পারে এবং সম্ভব হ’লে উদাহরণ সহকারে বুঝিয়ে দেবে কি ভাবে আমাদের ছোট জীবনে ভক্তির পথ ধরে এগিয়ে চলা অভ্যেস করতে হবে।