মহর্ষি ব্যাসের নির্দেশনায় অর্থাৎ তার কণ্ঠ নিসৃত ঘটনাক্রম বিবরণ শ্রুতিলিখনের মাধ্যমে প্রভু গণেশ মহাভারত লিপিবদ্ধ করেন। এটি পান্ডব ও কৌরব নামে দুই দল জ্যাঠতুতো খুড়তুতো ভাই ও হস্তিনাপুরের সিংহাসনের জন্য তাদের মধ্যে যুদ্ধের গল্প। এটি হিন্দুধর্মের দুটি অন্যতম মহাকাব্যের মধ্যে একটি যা বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া ও মুখ্য চরিত্রগুলির আচরণের মধ্যদিয়ে অসংখ্য শিক্ষা ও জ্ঞানে আমাদের সমৃদ্ধ করে। কিন্তু এই সকল শিক্ষার মধ্যে, স্বামী, আমাদের জীবনে আত্মীকরণ বা আত্মভূত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে ধর্মকে উজ্জ্বলতম স্থান দিয়েছেন। এটাই আমাদের জীবনের মূখ্য নীতি এবং সব শুভ ও ভালো কিছু আমাদের ওপর বর্ষিত হবে যদি আমরা ধর্মকে সমর্থন করি ও ধর্ম পথে চলি।
দ্বিতীয় বিভাগের ছেলেমেয়েদের বোঝার ক্ষমতার স্তর বিবেচনা করে তাদের মহাভারত শেখানো যেতে পারে। মহাভারতের আনাচে কানাচে অন্যান্য অনেক ছোট ছোট গল্প রয়েছে এবং সাহসিকতা, ভক্তি, ভালোবাসা, দয়া এধরনের আরও অনেক মূল্যবোধের স্বতন্ত্র পাঠ বা শিক্ষা হিসেবে সেসব গল্প বলা যেতে পারে।