জয় জয় রামা
অডিও
কথা
- জয় জয় রামা জানকী রামা
- রঘুকূল ভূষণ রাজা রামা
- তাপস রঞ্জন তারক নাম
- দানব ভঞ্জন কোদণ্ড রামা
অর্থ
মাতা জানকীর প্রভু এবং রঘুবংশের রত্নস্বরূপ শ্রীরামচন্দ্রের জয় হোক। ঋষিদের মনের আনন্দের উৎস সেই রাম নাম জপ করতে হবে যা আমাদের জাগতিক বন্ধন থেকে মুক্ত করে এবং যিনি রাক্ষস জাতির ধ্বংসের জন্য যিনি ধনুর্ধারী হয়েছেন।
ভিডিও
ব্যাখ্যা
জয় | জয় হোক |
রামা | প্রভু শ্রীরামচন্দ্র যিনি আনন্দ প্রদান করেন |
জানকী রামা | জনক রাজার কন্যা মাতা সীতা। জানকী রামা – জানকীর প্রভু শ্রীরাম |
রঘুকূল | শ্রীরামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ রঘুবংশ |
ভূষণ | অলঙ্কার |
রাজা রামা | প্রভু শ্রীরাচন্দ্র যিনি তাঁর বংশের আদর্শ রাজা ছিলেন
|
তাপস | তপস্বী বা ঋষি |
রঞ্জন | আনন্দ |
তারক | যা আমাদের তারণ বা উদ্ধার করে |
নামা | নাম |
দানব | দৈত্য |
ভঞ্জন | ধ্বংস করা |
কোদন্ড রামা | কোদন্ড – ধনুক। কোদন্ড রামা – ধনুর্ধারী শ্রীরামচন্দ্র |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty