জয় জয় জয় মনমোহনা
অডিও
LYRICS
- জয় জয় জয় মনমোহনা
- জয় জয় জয় মধুসূদনা
- মাধবা কেশবা
- কেশবা মাধবা
- গোপালা গোপালনা
অর্থ
মনমুগ্ধকারী, দৈত্য বিনাশকারী, মাতা লক্ষ্মীর প্রভু এবং গো প্রতিপালনকারী শ্রীকৃষ্ণের জয় গান গাই।
ব্যাখ্যা
জয় | জয় হোক |
মনমোহনা | যিনি মনকে মোহিত করেন বা আনন্দ দান করেন |
মধুসূদনা | শ্রীকৃষ্ণের অপর একটি নাম যিনি মধু নামক দৈত্যকে সূদন অর্থাৎ নিধন করেছিলেন |
মাধবা | বিষ্ণু বা শ্রীকৃষ্ণের নাম। মা + ধব (‘মা’ অর্থে মাতা লক্ষ্মীকে বোঝায় এবং ‘ধব’ অর্থ পতি বা প্রভু) |
কেশবা | শ্রীকৃষ্ণের অপর একটি নাম। একটি অর্থ ‘যিনি সকলের ক্লেশ বা কষ্ট দূর করেন’। অপর আর একটি অর্থ ‘যাঁর সুন্দর ঘন কালো কুঞ্চিত কেশ রয়েছে’। আরও একটি অর্থ ‘যিনি কেশী নামক দৈত্যকে হনন করেছিলেন’। |
গোপালা | গো – গরু; পালা – যিনি প্রতিপালন করেন; শ্রীকৃষ্ণকে বলা হয়ে থাকে কারণ তিনি গো প্রতিপালনের ভূমিকা গ্রহণ করেছিলেন |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
কার্যক্রম
-
বিশদ পাঠ