গৌতম বুদ্ধ ছিলেন একজন সন্ন্যাসী ও ধর্মগুরু যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন। তিনি রাজা শুদ্ধোধন এর ঘরে জন্ম নিয়েছিলেন। একদিন তিনি যখন তাঁর রাজ্যের দুঃখ-কষ্ট জর্জরিত মানুষের দেখা পেলেন, তিনি রাজপুত্রের জীবন ত্যাগ করে সত্যের সন্ধানে সন্ন্যাস গ্রহণ করলেন। তারপর তিনি বিহারের বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের তলায় বসে জ্যোতির্ময় কে লাভ করেছিলেন।
শ্রী সত্য সাই বাবা বলেছেন, যে সকলের অবশ্যই আদি শঙ্করাচার্যের মত মস্তিস্ক, বুদ্ধের অন্তর ও রাজা জনকের মত হস্তদ্বয়ের অধিকারী হতে হবে। বুদ্ধের নাম ও রূপ স্বতঃস্ফূর্তভাবে সহমর্মিতা ও শান্তির অনুভূতি জাগিয়ে তোলে। অনিষ্টভাব পরিহার করে বুদ্ধের পবিত্র ও ত্যাগের জীবনযাপনের জন্য মূলত তা সম্ভব হয়ে উঠেছিল।
বুদ্ধের জীবনের গল্প বলার আগে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে ছোট করে একটু ভূমিকার অবতারণা করা যেতে পারে। সিদ্ধার্থ গৌতমের শৈশব এবং নির্বাণ(উপলবদ্ধি) লাভের জন্য নির্দিষ্ট অষ্টাঙ্গ মার্গ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে।