আরতি
অডিও
কথা
- ওম জয় জগদীশ হরে
- স্বামী সত্য সাই হরে
- ভক্তজন সংরক্ষক
- ভক্তজন সংরক্ষক
- পর্তি মহেশ্বর
- ওম জয় জগদীশ হরে
- শশীবদনা শ্রীকরা সর্ব প্রাণপতে
- স্বামী সর্ব প্রাণপতে
- আশ্রিত কল্পলতিকা
- আশ্রিত কল্পলতিকা
- আপদ বান্ধবা
- ওম জয় জগদীশ হরে
- মাতা পিতা গুরু দৈবম মরি অন্তয়ুনীবে
- স্বামী মরি অন্তয়ুনীবে
- নাদব্রহ্ম জগন্নাথা
- নাদব্রহ্ম জগন্নাথা
- নাগেন্দ্র শয়না
- ওম জয় জগদীশ হরে
- ওম্ কার রূপা ওজস্বী ওম সাই মহাদেবা
- সত্য সাই মহাদেবা
- মঙ্গল আরতি অন্দুকো
- মঙ্গল আরতি অন্দুকো
- মন্দর গিরিধারী
- ওম জয় জগদীশ হরে
- নারায়ণ নারায়ণ ওম্
- সত্য নারায়ণ নারায়ণ নারায়ণ ওম্
- নারায়ণ নারায়ণ ওম্
- সত্য নারায়ণ নারায়ণ ওম্
- সত্য নারায়ণ নারায়ণ ওম্
- ওম্ জয় সদগুরু দেবা
অর্থ
জগতের ঈশ্বর, প্রভু সত্য সাই, যিনি আমাদের দুঃখ, কষ্ট সমস্ত কিছু হরণ করেন এবং যিনি ভক্তদের রক্ষা করেন তাঁর জয় হোক। জয় হোক পর্তির সেই মহান ঈশ্বরের।
চন্দ্রের মতো সৌম্য সুন্দর হে ঈশ্বর, হে মঙ্গলময় প্রভু সাই! তুমি প্রতিটি জীবের অন্তর্বাসী ঈশ্বর। তোমাতে যারা সমর্পিত প্রাণ তাদের কাছে তুমি বাঞ্ছা পূরণকারী কল্পতরু স্বরূপ এবং আপদে-বিপদে তুমিই হলে রক্ষাকর্তা ও পরম বন্ধু। হে জগতের ঈশ্বর তোমার জয় হোক।
হে প্রভু সাই! তুমি আমাদের মাতা, পিতা, গুরু, দেবতা সমস্ত কিছুই। হে জগদীশ্বর ! তুমি নাদব্রহ্ম এবং কুন্ডলিত সাপের উপর শায়িত।
হে জ্যোতির্ময় ঈশ্বর! হে প্রভু সাই! তুমি প্রণব স্বরূপ। আমরা প্রার্থনা করি এই মঙ্গল প্রদীপের আলো (অজ্ঞানতা নিবারণকারী) তুমি গ্রহণ করো। হে জগদীশ্বর, মন্দার পর্বত নিবাসী- প্রভু গিরিধারী তোমার জয় হোক।
প্রণবস্বরূপ প্রভু সত্য সাই নারায়ণের নাম জপ করো। সেই দিব্য গুরু ও অদ্বিতীয় ঈশ্বর প্রভু সত্য সাই এর জয় হোক।
ব্যাখ্যা
ওম | সৃষ্টির আদি শব্দ |
---|---|
জয় | জয় হোক |
জগদীশ | জগৎ+ঈশ অর্থাৎ জগতের অধীশ্বর |
হরে | হরি |
স্বামী | একটি অর্থ ‘প্রভু’ |
সত্য | চিরন্তন বা শাশ্বত |
সাই | প্রভু সাই |
ভক্তজন | ভক্তগণ |
সংরক্ষক | রক্ষাকর্তা এবং পালনকর্তা |
পর্তি মহেশ্বর | পর্তির সেই মহান ঈশ্বর |
শশী | চাঁদ |
বদনা | মুখমন্ডল |
শ্রীকরা | শ্রী + করা (শ্রী – প্রকৃষ্টতা, সম্পদ ইত্যাদি। করা – যিনি এগুলি প্রদান করেন) |
সর্ব | সকলের |
প্রাণপতে | প্রাণের প্রভু |
আশ্রিত | যারা আশ্রয় নেন |
কল্পলতিকা | ইচ্ছে পূরণকারী গাছ বা কল্পতরু |
আপদ | বিপদ |
বান্ধবা | বন্ধু |
মাতা | মা |
পিতা | বাবা |
গুরু | আচার্য |
দৈবম | ঈশ্বর |
মরি | তাও |
অন্তয়ু | সমস্ত কিছু |
নীবে | তুমি ছাড়া আর কেউ নয় |
নাদব্রহ্ম | প্রণব ধ্বনি |
জগন্নাথা | জগতের নাথ বা প্রভু |
নাগেন্দ্র | আদি শেষনাগ |
শয়না | শয়ন করে আছেন |
ওমকারা | ওম্, সৃষ্টির আদি শব্দ |
রূপা | রূপ বা আকার |
ওজস্বী | তেজস্বী, দীপ্তিময় ও মহিমাময় |
মঙ্গল আরতি | মঙ্গল প্রদীপের আলো |
অন্দুকো | কৃপা করে গ্রহণ কর |
মন্দার গিরিধারী | তিনিই সেই কূর্ম অবতার যিনি দেবাসুর দ্বারা সমুদ্র মন্হনের সময় মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন। |
নারায়ণ | বিষ্ণুর অপর নাম যিনি সর্বব্যাপী |
সদগুরু | সৎ (সত্য) + গুরু। (গু – অজ্ঞানতার অন্ধকার, রু – যিনি দূর করেন) |
দেবা | ঈশ্বর |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
বিশদ পাঠ