ভগবদ্গীতা কিঞ্চিদধীতা

অডিও
কথা
- ভগবদ্গীতা কিঞ্চিদধীতা
- গঙ্গাজললব কণিকা পীতা।
- সকৃদপি যেন মুরারিসমর্চা
- ক্রিয়তে তস্য যমেন ন চর্চ্চা।।
অর্থঃ
যে ভগবদ্গীতা কিঞ্চিৎ পাঠ করেছে, যে গঙ্গা জলের কণিকা মাত্র পান করেছে এবং যে সর্বব্যাপী নারায়নের একবারও আরাধনা করেছে – তার যমের ভয় নেই।

ব্যাখ্যা
| ভগবদ্ | ভগবানের |
|---|---|
| গীতা | গান (এখানে ভগবদ্গীতা) |
| কিঞ্চিদ্ | একটু |
| (অ)ধীতা | পঠিত |
| গঙ্গা | গঙ্গা নদী |
| জললব | জলবিন্দু |
| কণিকা | ছোট্ট বিন্দু |
| পীতা | পান করা হয়েছে |
| সকৃদপি | অন্তত একবার |
| যেন | কার দ্বারা |
| মুরারি | মু্রের (কৃষ্ণ) শত্রু |
| সমচর্চা | ভালোভাবে আরাধনা করা |
| ক্রিয়তে | করা হয়েছে |
| তস্য | তাঁর |
| যমেন | যম বা মৃত্যুরদেবতা দ্বারা |
| ন | না |
| চর্চ্চা | আলোচনা |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty




















