জীবনের বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল জ্যোতিস্কের মত বহু মহাত্মাদের আবির্ভাবে এই ভারত ভূমি আশীর্বাদ ধন্য। মানব চেতনার উন্মেষ ও উত্থানের জন্য ওনারা তাদের জীবন উৎসর্গ করেছেন। বহু বছর বহু যুগ ধরে এটিই এদেশের প্রবাহমান ঐতিহ্য। ব্যক্তিগত সাধনায় সফল হওয়াটাই কিন্তু যথেষ্ট নয়। তার সাধনালব্ধ ফসল বা প্রাপ্তি সমাজকে ফিরিয়ে দেবার মধ্যেই সে তার মন প্রাণ নিবেদন করবে। স্বামী বলেছেন যে আমাদের জীবন একখণ্ড বরফ মাত্র, গলে যাবার আগে তা মানব সেবায় নিয়োজিত করা উচিত। বিভিন্ন উপলক্ষে স্বামী, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, গান্ধীজীর মত মনীষীদের মাহাত্ম্য ও শিক্ষা সম্পর্কে বলেছেন যা প্রতিটি মানুষের কাছে শিক্ষনীয়। প্রতিটি শিক্ষার্থীর অবশ্যই জানা উচিত সেইসব মহান ব্যক্তিত্বরা কি ধরনের জীবন যাপন করতেন এবং তাদের কিছু সদগুণ ও শিক্ষা যা তারা তাদের জীবনের মধ্য দিয়ে প্রচার করে গেছেন, সেসবকিছু শিক্ষার্থীরা যেন তাদের নিজেদের জীবনে পালন করতে ও অভ্যেস করতে চেষ্টা করে।