প্রাচীন কালে প্রতিটি রাজ্যে মন্দিরগুলি ছিল প্রজাদের জন্য সবরকম কর্মকান্ড ও সমৃদ্ধি সাধনের কেন্দ্রস্থল বা ঘাঁটি। রাজ্যে কঠিন সময় চলাকালীন এই মন্দিরগুলি নগরদুর্গ এবং রক্ষকের কাজ করতো। অন্যান্য ক্ষেত্রে দৃষ্টান্ত ও উদাহরণ স্বরূপ আমরা দেখতে পাই, মন্দিরগুলি গড়ে উঠেছে সেখানেই যেখানে স্বয়ং ঈশ্বর মানবদেহে ধারায় অবতীর্ণ হয়েছেন। সেই কারণেই এই স্থানগুলি উচ্চ মাত্রায় ইতিবাচক শক্তি ও আধ্যাত্মিক স্পন্দনে পরিপূর্ণ। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অঞ্চলে অনেক মন্দির ও সাধনা ক্ষেত্র রয়েছে। আজকের পৃথিবী যখন পশ্চিমী প্রভাব ও ‘আধুনিকিকরণের’ নেশায় নিমজ্জিত, তখন প্রতিটি মানুষের এই মন্দিরগুলির আড়ালে পড়ে থাকা ইতিহাস জানা এবং এত বছর ধরে ভারতীয় সংস্কৃতিকে গড়ে তোলার ক্ষেত্রে তাদের যে অসামান্য ভূমিকা তাকে শ্রদ্ধা করা ভীষণ গুরুত্বপূর্ন। ছাত্রছাত্রীদের পাঠ দান করার সময় এই মন্দিরগুলির ইতিহাস, মন্দির ও দেবদেবীদের ছবি প্রদর্শন সহকারে, গল্পাকারে ছাত্রছাত্রীদের বলা যেতে পারে।
মন্দির / ভারতবর্ষের ধর্মক্ষেত্র বা পবিত্র স্থান
-
সম্পর্কিত গল্প