প্রেম যদি সকল মূল্যবোধের অন্তঃপ্রবাহ হয়, অহিংসা তবে সকল মূল্যবোধের চরম পরিণতি, সকল মূল্যবোধের শীর্ষে তার অবস্থান। বিশ্বব্রহ্মাণ্ডের সকল জীব ও জড়ের মধ্যে যে একটা একতা রয়েছে আমরা যদি তা একবার বুঝতে পারি অজ্ঞতা অন্তর্হিত হয়ে আমাদের মধ্যে চৈতন্য জাগরিত হবে। বাসনা চরিতার্থ না করা অহিংসার অনুশীলন। বাসনা সীমিতকরণের দ্বারা খাদ্য, শক্তি ও সময়ের সদ্ব্যবহার মানুষ ও প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন করতে সাহায্য করে।
অষ্টপুষ্পের মালিকায়ে অহিংসা যে প্রথম পুষ্প সে কথা স্বামী খুব সুন্দরভাবে বলেছেন। এই বিভাগে তালিকাভুক্ত গল্প, যেমন ১। “সুবাক্য ও কুবাক্য”, এবং ২। সন্তোষ ও শান্তি, এই সত্যই তুলে ধরে যে প্রকৃত শান্তি অহিংসার মধ্যেই নিহিত, এমন কি মধুর বচনও শান্তি এনে দিতে পারে।