সত্য যখন কাজের মধ্যে প্রকাশিত হয়, তখন সেটাই হয় ন্যায়সম্মত বা ধর্মসম্মত আচরণ। সত্য বাক্যে প্রকাশ পায়, ধর্মের প্রকাশ কাজের মধ্যে দিয়ে। এই কথা বোঝানোর জন্য বেদে বলা হয়েছে ,”সত্যম বদ,ধর্মম চর” (সত্য কথা বলো ও ধর্ম আচরণ কর)।; সত্যের অনুশীলনই প্রকৃত ধর্ম। এই কারণে ধর্মাচরণে নিজেদের উৎসর্গ করা মানুষের পক্ষে বাধ্যতামূলক।
খুব অল্প বয়স থেকেই ধর্ম সঙ্গত আচরণ অভ্যাসে পরিণত হওয়া উচিত। তাহলে শুধু ব্যক্তি নয় সমগ্র জাতি ঠিক পথে এগোবে। হৃদয়ে যদি ধর্ম থাকে তাহলে চরিত্র সুন্দর হবে; চরিত্র সুন্দর হলে গৃহে একতা থাকবে; গৃহে একতা থাকলে দেশে শৃঙ্খলা বজায় থাকবে; দেশে শৃঙ্খলা থাকলে পৃথিবীতে শান্তি বজায় থাকবে। এই অংশে যেসব গল্প আছে, যেমন, ১) মহাপুরুষদের উপদেশ, ২) সাদাসিধে পোষাক ও সাদাসিধে অন্তঃকরণ; ৩) অহংকারের পরিণাম পতন; সেগুলি সহজ সরল জীবনযাত্রা এবং মহাত্মাদের উপদেশকে চিত্রায়িত করে।