‘Religio’ ‘শব্দটির উৎপত্তি হয়েছে’ ‘Re-ligare’ এই শব্দ থেকে। শব্দটির অর্থ স্বীয় উৎসের সঙ্গে আবদ্ধ থাকা। সেই উৎস হলেন ঈশ্বর। ঠিক যেমন একটি শিশু খেলা শেষে নিরাপত্তা ও সুরক্ষার জন্য মায়ের কাছে ফিরে যেতে চায়, মানুষেরও ঈশ্বরের কাছে যাবার জন্য, তাঁর কৃপা লাভ করার জন্য। সুরক্ষার জন্য ও তাঁর প্রেম লাভ করার জন্য, অন্তরের গভীরে একটি নিবিড় বাসনা থাকে, আর্তি থাকে।
ধর্ম অর্থাৎ কোন দিব্য রক্ষাকর্তার প্রতি ও দিব্য নিয়মের প্রতি বিশ্বাস, আস্থা। এর সঙ্গে জড়িত থাকে একজন সৎ মানুষ হয়ে, সৎ কর্ম করে এবং সত্যে দৃষ্টি নিবদ্ধ রেখে, এক নৈতিক ভিত্তিতে নিজের আচরণ ও ব্যবহারকে নিয়ন্ত্রিত করা।বিশ্বে শান্তি বজায় রাখতে ধর্ম আমাদের সহায়। সকল ধর্মই মানুষ এবং তার স্রষ্টার মধ্যে এক সংযোগ বা সেতুর কাজ করে থাকে। প্রতিটি ধর্মই তার নিজের মতন করে ঈশ্বরকে ব্যাখ্যা করে থাকে। কিন্তু সকল ধর্মের লক্ষ্য যে ঈশ্বর, তিনি এক।
সর্ব ধর্ম একত্ব
বাবা বলেন, “(মনকে)অর্থাৎ মতিকে সরল ও সবল করার জন্য( ধর্মকে)অর্থাৎ মতকে ব্যবহার করতে হবে। সকল ধর্মেরই লক্ষ্য মানুষ যাতে তার মনকে নিয়ন্ত্রণ করে, নিজেকে মুক্ত করতে পারে, তার জন্য মানুষের সহায়তা করা। যদি প্রতিটি ব্যক্তি এইভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজেদের চিন্তাকে সঠিক পথে চালিত করে, তাহলে সমাজে শান্তি বিরাজ করবে”।
কোন ধর্মের সমালোচনা করা ঠিক নয়। আমাদের মনে রাখতে হবে যে একটিই ধর্ম আছে, তা হল প্রেমের ধর্ম, ভালোবাসার ধর্ম। একটিই জাতি আছে, তা হল মানবজাতি।
সাই ধর্ম
সকল ধর্ম প্রবর্তক বা প্রচারকের উদ্দেশ্য এক। তাঁরা চেয়েছিলেন, সৎ আচরণ করতে, সৎ জীবনযাপন করতে এবং দৃষ্টিকে সত্যে আবদ্ধ রাখতে। এইভাবে তাঁরা মানুষকে এমনই শিক্ষা দিতে চেয়েছিলেন, যাতে তারা সেইরকম সামাজিক সদস্য হয়ে উঠতে পারে,যারা সমাজের কাজে লাগার উপযুক্ত। তার জন্য প্রয়োজন মনকে নির্মল করা, নিয়ন্ত্রিত রাখা এবং সঠিক পথে চালিত করা।
বাবা বলেন:
- মহান সন্তদের ধর্মীয় শিক্ষা নিজেদের জীবনে মেনে চলতে হবে।
- পরিবারের সদস্যদের ভালোবাসতে হবে। গৃহ হবে সম্মিলিত আনন্দময় জীবনযাপনের কেন্দ্র।
- ঈশ্বর সকলের পিতা এবং সকলেই আমার ভ্রাতৃসম, এই বিশ্বাস রাখা অত্যন্ত জরুরী।
- মন বা হৃদয় থেকে অহংকার, লোভ এবং ঈর্ষাকে বিতাড়িত করতে হবে।
- ঈশ্বরের শক্তিতে অটল বিশ্বাস থাকতে হবে এবং সর্বদাই ধৈর্য বজায় রাখতে হবে।
স্বীয় ধর্মের শিক্ষা জীবনে মেনে চলতে হবে। সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস রাখার জন্য প্রয়াস থাকতে হবে। সকল ধর্মকে শ্রদ্ধা ও সম্মান করতে হবে।
এই হল সাই ধর্ম যা সকল ধর্মকে সাদরে গ্রহণ করে এবং সেগুলির মধ্যে যে মহান আদর্শের ঐক্য আছে, তার ওপর গুরুত্ব দেয়। সাহসের সঙ্গে, আনন্দের সঙ্গে এই ধর্মকে গ্রহণ কর।