রাম হরে সাই কৃষ্ণ
অডিও
কথা
- রাম হরে সাই কৃষ্ণ হরে,
- সর্ব ধর্ম প্রিয় সাই হরে ,
- আল্লা ঈশ্বর সাই হরে।
- নানক যীশু বুদ্ধ হরে ,
- জোরাষ্ট্র মহাবীর সাই হরে,
- সর্ব ধর্ম প্রিয় সাই হরে।
ভজনের অর্থ
এটি সর্ব ধর্মের ভজন। আমরা সকল ধর্মের ঈশ্বরকে প্রণাম জানাই। রাম ,কৃষ্ণ ,,আল্লা ,ঈশ্বর ,গুরু নানক যীশু ,বুদ্ধ ,মহাবীর জোরাষ্ট্র। সত্য সাই বাবা সর্বদা সর্ব ধর্মের একতার কথা বলেন। সকল ধর্মই তাঁর প্রিয়। তিনি সকল ধর্মকেই তুলে ধরেন।
ব্যাখ্যা
রাম | শ্রী রামচন্দ্র, যিনি আনন্দময়। |
---|---|
সাই | আমাদের প্রিয় ভগবান সাই। এর অর্থ পিতা ও মাতা |
কৃষ্ণ | শ্রীকৃষ্ণ। ,’কর্ষ ‘ধাতু থেকে উৎপন্ন ;অর্থ,যিনি আকর্ষণ করেন |
সর্বধর্ম | সকল ধর্ম |
প্রিয় | যিনি ভালোবাসেন |
আল্লা | ইসলাম ধর্মে ,নিরাকার ঈশ্বরের নাম। বাবা বলেন ,’ A ‘ অর্থাৎ আত্মা ; ‘L ‘ অর্থাৎ ‘লয়ম ‘ বা লীন হওয়া। |
ঈশ্বর | অর্থাৎ প্রভু। সাধারণতঃ শিবের নাম। |
গুরু নানক | শিখ ধর্মের প্রবর্তক , দশ গুরুর প্রথম গুরু। |
যীশু | যিশুখ্রিষ্ট। বাবা বলেন।’ YE’ এক কে বোঝায় এবং ‘SU ‘অর্থাৎ ভাল। সুতরাং ‘ যেশু ‘ শব্দ এটাই বোঝায় ‘ যে একটাই ভাল আছে ‘ অর্থাৎঈশ্বর এক এবং তিনি সর্বব্যাপী ,সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। |
বুদ্ধ | ভগবান বুদ্ধ যিনি প্রজ্ঞান লাভ করেছিলেন। |
জোরাষ্ট্র | ইরানে ‘জোরাস্ট্রিয়ানিজম ‘ নামক ধর্মের প্রবর্তক। পৃথিবীর প্রথম প্রবর্তিত ধর্মের অন্যতম। তাঁর নামের অর্থ ‘ স্বর্ণদ্যুতি ময় |
মহাবীর | জৈন ধর্মের প্রবর্তক। তাঁর নামকে দুই ভাগে ভাগ করা যায় ; ‘মহা ‘ যার অর্থ ‘মহান ‘ এবং ‘বীর ‘ ,অর্থাৎ ‘সাহসী |
বাবা | বা শব্দটি পিতাকে বোঝায়। আমরা এখানে ভগবান সাই বাবাকে বুঝব। |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty