গুরু চরণাম্বুজ নির্ভর ভক্তঃ

অডিও
কথা
- গুরু চরণাম্বুজ নির্ভর ভক্তঃ
- সংসারাদচিরাদ্ভব মুক্তঃ।
- সেন্দ্রিয়মানস নিয়মাদেবং
- দ্রক্ষসি নিজহৃদয়স্থং দেবং।।
অর্থঃ
গুরুর চরণ পদ্মে একান্ত ভক্তি ভরে নির্ভর করো এবং সংসার বন্ধন হতে অবিলম্বে মিক্ত হও। ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ ক’রে নিজের হৃদয়স্থিত দেবতাকে দর্শন করো।
“হে মূঢ়মতি! গোবিন্দের ভজনা করো এবং মুক্তমতি হও।
আচার্য শঙ্করের ভজ গোবিন্দমের শিক্ষা সমাপ্ত হ’ল। আমাদের প্রভু শ্রী সত্য সাইবাবা এই একই শিক্ষা আমাদের দিয়েছেন।

ব্যাখ্যা
| গুরুচরণাম্বুজ | গুরুর চরণপদ্ম |
|---|---|
| নির্ভর | নির্ভরশীল |
| ভক্ত | ভক্ত |
| সংসারাদ্ | পৃথিবী থেকে |
| অচিরাদ্ভব | তৎক্ষনাৎ জন্ম মৃত্যুর চক্র হতে |
| মুক্ত | মুক্তি প্রাপ্ত |
| সেন্দ্রিয়মানস | মন ও ইন্দ্রিয়ের সহিত |
| নিয়মাদেবং | নিয়ন্ত্রণ বা সংযত করে |
| দ্রক্ষসি | দেখতে পাবে |
| নিজ | নিজের |
| হৃদয়স্থম্ | হৃদয়ে স্থিত |
| দেবম্ | ঈশ্বর |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty



![অষ্টোত্তর [৫৫- ১০৮ ] শ্লোক](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)

















