গঙ্গাধরা হর হর শম্ভো
অডিও
LYRICS
- গঙ্গাধরা হর হর শম্ভো
- বিভূতি সুন্দর সাই শম্ভো
- হর হর হর হর শম্ভো
- হলাহলধর হর শম্ভো
অর্থ
আমরা সেই মঙ্গলময় শিবের কাছে প্রার্থনা জানাই যিনি তাঁর মস্তকে গঙ্গাকে ধারণ করে আছেন, সর্বাঙ্গে যাঁর বিভূতি, যিনি হলাহলকে কণ্ঠে ধারণ করে আছেন এবং যিনি স্বয়ং আমাদের প্রভু সাই।
ব্যাখ্যা
গঙ্গাধরা | গঙ্গা + ধরা। শিবের একটি নাম কারণ তাঁর মস্তক থেকেই গঙ্গা প্রবাহিত হয়েছে |
হর | শিবের অপর নাম। ‘হর’ শব্দের অর্থ বিলয় বা সংহার। তিনিই হলেন বিশ্বব্রহ্মাণ্ডের বিলয় কর্তা |
শম্ভো | যিনি মঙ্গলময় এবং আনন্দ প্রদান করেন |
বিভূতি | পবিত্র ভস্ম |
সুন্দর | সুন্দর বা অতি উত্তম |
হলাহলধর | হলাহল – ক্ষীর সাগর মন্থনের সময় যে বিষ উদ্ভূত হয়েছিল। ধর – ধারণ করা। শিবের নাম ‘হলাহলধর’ কারণ তিনি ঐ বিষ কন্ঠে ধারণ করেছিলেন। |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty