সর্ব ধর্ম ঐক্য
“ধর্ম এক; প্রেমের ধর্ম;
ভাষা এক; হৃদয়ের ভাষা;
একটি মাত্র জাতি আছে; মানবজাতি;
ঈশ্বর এক; তিনি সর্বব্যাপী।”
ভগবান বাবা বলেন,”সকল ধর্মের মূল শিক্ষায় একই সত্যের ওপর জোর দেয়া হয়েছে। কিন্তু খুব কম লোকই ধর্মের অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে চেষ্টা করে। নাম ও রূপের ভেদ থাকলেও, সকল ধর্মের মূল সত্য এক–এই সচেতনতা প্রত্যেকের মনে গড়ে তোলা উচিত।
প্রত্যেক ধর্মেই মানুষ সেই একই ঈশ্বরকে ডাকেন, যিনি সর্বব্যাপী এবং যিনি তাদের প্রার্থনা শোনেন। তারা যে জাতির অন্তর্ভুক্ত হোক বা যে ভাষাতেই কথা বলুক সেই এক ঈশ্বরই তাদের সকলের প্রার্থনা শোনেন। একই ঈশ্বর সকল মানুষকে আনন্দ দান করেন। কোনো ধর্মেই এমন কোনো পৃথক ঈশ্বর নেই যিনি কেবল যারা সেই বিশেষ ধর্মটির অনুগত, তাদের ওপরেই কৃপা বর্ষণ করেন।