অষ্টোত্তর [৫৫- ১০৮ ] শ্লোক
ভিডিও
অডিও
কথা
- ওম শ্রী সাই অনন্তনুতকর্তৃণে নমঃ
যিনি সৃষ্টিকর্তা ও সীমাহীন প্রশংসিত সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই আদিপুরুষায় নমঃ
আদি পুরুষ ( ঈশ্বরের প্রথমতম রূপ )সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই আদি শক্তয়ে নমঃ
আদি শক্তি ,অর্থাৎ যিনি সৃষ্টির মূল শক্তি ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই অপরূপ শক্তিনে নমঃ
আনন্দদায়ক ও চমৎকার শক্তির অধিকারী সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই অব্যক্ত রুপিণে নমঃ
অব্যক্ত (নিরাকার ) ব্রহ্মের সাকার রূপ সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই কামক্রোধধ্বংসিনে নমঃ
কামনা ও ক্রোধের সংহারকারী সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই কনকাম্বরধারিনে নমঃ
যিনি কনক বর্ণ পোষাক পরিধান করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই অদ্ভুতচর্যায় নমঃ
যিনি অলৌকিক কর্ম সম্পন্ন করেন ,সেই সাই কে প্রণাম
- ওম শ্রী সাই আপদবান্ধবায় নমঃ
যিনি আপদ কালে রক্ষা করেন সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই প্রেমাত্মনে নমঃ
প্রেমের মূর্ত রূপ সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই প্রেম মূর্তয়ে নমঃ
প্রেমের বিগ্রহ সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই প্রেমপ্রদায় নমঃ
প্রেম প্রদানকারী সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই প্রিয়ায় নমঃ
যিনি সবার প্রিয় সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই ভক্ত প্রিয়ায় নমঃ
যিনি ভক্তগণের প্রিয় ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই ভক্তমন্দারায় নমঃ
যিনি ভক্তদের কাছে স্বর্গ স্বরূপ ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই ভক্তজন হৃদয়বিহারায় নমঃ
যিনি ভক্তদের হৃদয়ে বিহার করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই ভক্তজন হৃদয়ালয়ায় নমঃ
যিনি ভক্তদের হৃদয়ে বাস করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই ভক্তপরাধীনায় নমঃ
যিনি ভক্তদের ওপর নির্ভর করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই ভক্তিজ্ঞানপ্রদীপায় নমঃ
যিনি আমাদের অন্তে ভক্তি ও জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই ভক্তিজ্ঞানপ্রদায় নমঃ
যিনি ভক্তির পথে জ্ঞান মার্গে উত্তরণের শিক্ষা দেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সুজ্ঞানমার্গ দর্শকায় নমঃ
যিনি সত্য জ্ঞানের নির্ভুল পথ দেখান ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই জ্ঞানস্বরুপায় নমঃ
যিনি স্বয়ং প্রমূর্ত জ্ঞান ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই গীতাবোধকায় নমঃ
যিনি গিটার শিক্ষার উপলব্ধি করান ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই জ্ঞানসিদ্ধিদায় নমঃ
যিনি জ্ঞান সাধনায় সিদ্ধি দেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সুন্দররূপায় নমঃ
যাঁর রূপ দিব্য সোন্দর্যময় ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই পুন্য পুরুষায় নমঃ
যিনি মূর্ত পবিত্রতা (আনন্দময় ,মধুরভাষী ,করুণাময় ) ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই ফলপ্রদায় নমঃ
যিনি নিশ্চিত ভাবে কর্মের (বেদবিহিত কর্ম ও সাধারণ কর্ম ) ফলদান করেন সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই পুরুষোত্তমায় নমঃ
যিনি বিশ্বসত্তা ,যিনি পরমাত্মা ,সেই পুরুষোত্তম সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই পুরাণপুরুষায় নমঃ
যিনি সনাতন প্রাণপুরুষ সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই অতীতায় নমঃ
যাঁর মহিমা ত্রিলোক অতিক্রম করেছে ,তাঁকে প্রণাম।
- ওম শ্রী সাই কালাতীতায় নমঃ
যিনি কালের সীমা অতিক্রম করেছেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সিদ্ধিরূপায় নমঃ
যিনি সকল গুণাবলীর অধিকারী ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সিদ্ধসংকল্পায় নমঃ
যাঁর সংকল্প বা ইচ্ছা সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যায় ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাি আরোগ্যপ্রদায় নমঃ
যিনি সুস্বাস্থ্য প্রদান করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই অন্নবস্ত্রদায় নমঃ
যিনি সকল জীবকে অন্ন ও বস্ত্র দেন দ্বারা পোষণ করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সংসারদুঃখক্ষয়করায় নমঃ
সংসার থেকে পাওয়া দুঃখ ,কষ্টকে যিনি ক্ষয় বা বিনাশ করেন সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সর্বাভীষ্টপ্রদায় নমঃ
যিনি সকল কাম্য বস্তু প্রদান করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাি কল্যাণগুণায় নমঃ
যিনি সমস্ত মঙ্গলময় গুনের আধার ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই কর্মধ্বংসিনে নমঃ
কর্ম ফলের বন্ধন থেকে যিনি মুক্ত করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সাধুমানস শোভিতায় নমঃ
যিনি সাধুজনের আন্তর চৈতন্য উদ্ভাসিত করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সর্বমতসম্মতায় নমঃ
যিনি সকল ধর্মের মাহাত্ম্যকে স্বীকার করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সাধু মানস পরিশোধকায় নমঃ
যিনি সাধুদের মানাস ক্ষেত্র পরিশুদ্ধ করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সাধকনুগ্রহ বটবৃক্ষ প্রতিষ্ঠাপকায় নমঃ
যিনি সাধকদের সিদ্ধিলাভের সহায়ক বটবৃক্ষ স্থাপন করেছেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সকলসংশয়হরায় নমঃ
যিনি সকল সংশয় দূর করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাি সকল তত্ত্ববোধকায় নমঃ
যিনি সকল তত্ত্ব জ্ঞানের বোধক ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই যোগীশ্বরায় নমঃ
সকল যোগীর একমাত্র আরাধ্য ,প্রভু সাই কে প্রণাম।
- ওম শ্রী যোগিন্দরবন্দিতায় নমঃ
সকল মার্গের সিদ্ধ যোগীরা যাঁর মহিমা বন্দনা করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সর্বমঙ্গলকরায় নমঃ
যিনি সবাইকে সুখ ,সৌভাগ্য ,হর্ষ ও আনন্দ দান করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সর্ব সিদ্ধিপ্রদায় নমঃ
যিনি সকল গুণ ও পটুতা দান করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই আপদ নিবারণে নমঃ
যিনি সকল বিপদ মোচন করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই আর্তিহরায় নমঃ
যিনি সকল শারীরিক ও মানসিক বেদনা দূর করেন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই শান্তমূর্তয়ে নমঃ
যিনি অন্তরে ,বাহিরে শান্তির প্রতিমূর্তি ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী সাই সুলভপ্রসন্নায় নমঃ
যিনি সহজেই সন্তুষ্ট হন ,সেই সাই কে প্রণাম।
- ওম শ্রী ভগবান সত্য সাই বাবায় নমঃ
প্রভু ,ভগবান শ্রী সত্য সাই বাবাকে প্রণাম।
ভগবান – যিনি ছয় প্রকার ঐশ্বর্যের সম্পূর্ণ অধিকারী।
- ঐশ্বর্য – সর্বশক্তিমত্তা ,সর্বব্যাপিতা সর্বজ্ঞতা
- ধর্ম – ন্যায় আচরণ
- যশ –সুনাম
- শ্রী – সমৃদ্ধি
- জ্ঞান – প্রজ্ঞান বা শ্রেষ্ঠ জ্ঞান
- বৈরাগ্য – অনাসক্তি
সর্বভূতের আদি,অন্ত ,উৎপত্তি ও লয় যাঁর জ্ঞাত ,সেই সাই যে ভগবান ,তা স্বীকার করে তাঁকে প্রণাম।
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0