ভারতীয়দের জন্য সত্য হ’ল এমন একটি মূল্যবোধ যা বেদে, পবিত্র ধর্মগ্রন্থাদিতে এবং জাতীয় নীতি কথার মধ্যেও ঘোষিত হয়ে এসেছে। মহাকাব্যাদি ও ধর্মীয় কাহিনী থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী পর্যন্ত বিশেষ খ্যাতি সম্পন্ন মানুষের অনেক উদাহরণ রয়েছে যারা সত্যের প্রতি নিষ্ঠাবান থেকেছেন এবং তার সার্থকতা অনুধাবন করেছেন।
বেদ ঘোষণা করে সত্য হলো মানুষের জীবনের মূল উপাদান। একবার ইন্দ্র প্রহ্লাদ এর কাছ থেকে দান হিসেবে শীলম (চরিত্র) লাভ করেছিলেন। যখন চরিত্র প্রহ্লাদ কে ত্যাগ করলো একে একে যশের দেবী থেকে আরম্ভ করে রাজকীয় ঐশ্বর্য ও বীরত্বও তাকে ত্যাগ করল। প্রহ্লাদ তাদের চলে যেতে অনুমতি দিলেন কিন্তু সত্য যখন চলে যেতে উদ্যত হল তাকে ত্যাগ করে চলে না যাওয়ার জন্য তিনি প্রার্থনা জানালেন। যে মুহূর্তে সত্য প্রহ্লাদ এর সঙ্গেই থেকে গেল যশ, খ্যাতি, উন্নতি প্রভৃতির স্বরূপিণী দেবীগণ আবার ফিরে এল।
যেহেতু সত্য হ’ল সকল মূল্যবোধের ভিত্তিস্বরূপ, বালবিকাশের দ্বিতীয় বিভাগের প্রথম বর্ষের পাঠ্যসূচীতে, প্রতিজ্ঞা, সত্য এবং ভাগবতী করুণা, সত্যোপলব্ধি – এই গল্পগুলি রাখা হয়েছে।