সত্য যখন কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তখন জীবন ধর্মপথে চালিত হয়। সত্য যেমন শব্দের সাথে সম্পর্কিত, ধর্ম সম্পর্কিত কর্মের সাথে। এর পটভূমিতে বেদ শিক্ষা দেয়,”সত্যম্ বদ, ধর্মম চর”(সত্য বলবে, ধর্ম অনুশীলন করবে)। সত্য অনুশীলনই প্রকৃত ধর্ম। সেইজন্যই মানুষের ক্ষেত্রে ধর্মীয় জীবন যাপনে নিজেদের উৎসর্গ করা একান্ত প্রয়োজন। ধর্মীয় অনুশীলন কিশোর বয়স থেকেই শুরু হওয়া উচিত যাতে শুধুমাত্র ব্যক্তি বিশেষ নয় সমগ্র দেশ সঠিক দিশায় উন্নতি লাভ করে। অন্তরে যদি ধর্ম থাকে, চরিত্রে সৌন্দর্য প্রতিফলিত হয়। চরিত্র সুন্দর হলে গৃহে সমন্বয় দেখা দেবে, গৃহের সমন্বয় এলে জাতীয় জীবনে শৃঙ্খলা আসবে। জাতির জীবনে শৃঙ্খলা এলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে।
শিশুমনে সদাচারের গুরুত্বকে প্রতিষ্ঠা করার জন্য দ্বিতীয় বিভাগের শিশুদের জন্য সদাচারের মূল্যবোধ এবং সহমূল্যবোধ যুক্ত গল্পগুলিকে প্রথম বর্ষের পাঠ্যক্রমে রাখা হয়েছে।